خبرگزاری شبستان

پنج شنبه ۳ فروردین ۱۴۰۲

الخميس ٢ رمضان ١٤٤٤

Thursday, March 23, 2023

সকল মাজহাবেই ইমাম মাহদীর প্রতি বিশ্বাস রয়েছে
মাহদাভিয়াত বিভাগ: শিয়া-সুন্নী নির্বিশেষে আপামর মুসলিম উম্মাহ ঐক্যমত্য পোষণ করে যে, মহানবী (সা.) এর বংশধারার সর্বশেষ ইমাম হচ্ছেন ইমাম মুহাম্মদ আল মাহদী (আ.), যিনি শেষ যামানায় আবির্ভূত হয়ে বিশ্বব্যাপী ইসলামী হুকুমত এবং ন্যায়বিচার কায়েম করবেন এবং পৃথিবীর বুক থেকে অন্যায়-অত্যাচার ও শোষণের পরিসমাপ্তি ঘটাবেন। তার আগমন অবশ্যম্ভাবী এবং এতে কোন সন্দেহ নেই। তার আবির্ভাব না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ۱۳۹۶/۸/۲۱ - ۱۶:۵۴