ট্রাম্পের প্রতি রুহানির কড়া হুশিয়ারী;
সিংহের লেজ নিয়ে খেলবেন না!
রাজনীতি বিভাগ: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার জানা উচিত ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করলে সব শান্তির সন্ধান পাওয়া যাবে এবং তেহরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার অর্থ হবে নিজেকে সব ধরনের যুদ্ধে জড়িয়ে ফেলা।
۱۳۹۷/۴/۳۱ - ۲۱:۵۶