خبرگزاری شبستان
English
العربی
Azerbaycanca
اردو
Indonesia
فارسی
Russian
پنج شنبه ۲ اسفند ۱۳۹۷
الخميس ١٦ جمادى الثانية ١٤٤٠
Thursday, February 21, 2019
হোম
http://bd.shabestan.ir/
ইরান ও ইরাকের মধ্যে সম্পর্কের ব্যাঘাত ঘটাতে ইরানি কনস্যুলেটে হামলা
গাদীর দিবসে ইসলাম পূর্ণতা লাভ করেছে
ইমাম মাহদী (আ.) কি প্রতি বছর হজে শরিক হন?
পবিত্র হজ্ব উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতার ঐতিহাসিক বাণী
মানুষের সমস্যাদি সমাধানে চেষ্টা ও প্রচেষ্টা ইবাদত হিসেবে গণ্য
ইমাম মাহদীর (আ.) আবির্ভাব বিলম্বের কারণ কি?
ইমাম সাদিকের দৃষ্টিতে প্রতীক্ষাকারীদের দায়িত্ব
মাহদাভিয়াত বিভাগ: ইমামগণের হাদিসে ইমাম মাহদীর অন্তর্ধানের যুগে প্রতীক্ষাকারীদের পরিস্থিতি এবং তাদের দায়িত্ব সম্পর্কে বহু তাগিদ দেয়া হয়েছে। এসময়ে সবার দায়িত্ব হচ্ছে নিজের আত্মশুদ্ধির পাশাপাশি ইমাম মাহদীর অপেক্ষায় থাকা।
۱۳۹۷/۱/۲۰ - ۱۶:۲۹
শেষ জামানায় সহজেই গোনাহ করার কারণ
মাহদাভিয়াত বিভাগ: যাদের মধ্যে ভালবাসা নেই তারা সহজেই গোনাহ করে যখন দেখব যে আমরা সহজেই গোনাহ করছি তখন বুঝতে হবে যে, ইমাম মাহদীর প্রতি আমাদের ভালবাসা নেই বা থাকলেও সেটা খুবই কম।
۱۳۹۷/۱/۱۹ - ۱۸:۱۰
শেষ জামানায় মানুষের ধর্মীয় পরিস্থিতি
মাহদাভিয়াত বিভাগ: শেষ জামানায় মানুষ খুব সহজেই তার ধর্মকে বিক্রি করে দিবে তা আবার অতি সামান্যমূল্যে। তাদের পরিস্থিতি এমন হবে যে, সকালে মু’মিন থাকবে দুপুরে কাফের হয়ে যাবে।
۱۳۹۶/۱۱/۱۰ - ۱۴:۳۸
শেষ জামানায় প্রতীক্ষাকারীদের অঢেল সম্পদ
মাহদাভিয়াত বিভাগ: তুষ্টি মানুষের জন্য এত বড় একটি নেয়ামত যা আল্লাহ মানুষকে দান করেছেন। মানুষ যদি জীবনে তুষ্ট থাকে তাহলে তার আর কোন সমস্যা থাকে না। কথায় বলে মানুষের পেট ভরে তা চোখ ভরে না। আর এ জন্যই ইমাম আলী(আ.) বলেছেন: তুষ্টি হচ্ছে জীবনের সব থেকে বড় নেয়ামত।
۱۳۹۶/۱۰/۲۰ - ۰۷:۰۱
শেষ জামানায় ইমাম মাহদীর প্রতীক্ষাকারীদের প্রধান দায়িত্ব
মাহদাভিয়াত বিভাগ: ইমামগণ বলেছেন, শেষ জামানায় মানুষ নানাধরনের সমস্যার সম্মুখীন হবে কিন্তু তারা হবে শ্রেষ্ট উম্মত। কেননা তারা তাদের ইমামকে না দেখেও তার প্রতি বিশ্বাসে অটল থাকবে।
۱۳۹۶/۲/۲۷ - ۲۲:۴۷
শেষ জামানায় ইমাম মাহদীর প্রতীক্ষাকারীদের চূড়ান্ত প্রতিযোগীতা
মাহদাভিয়াত বিভাগ: সৃষ্রি শুরু থেকেই মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করে আসছে। কিন্তু একমাত্র শেষ জামানার মানুষরাই আল্লাহকে মনেপ্রাণে ভালবেসে তার ইবাদত করবে। সুতরাং আমাদেরকে ইমাম মাহদীর প্রতিক্ষাকারী হিসাবে অবশ্যই আল্লাহকে অঢেল ভালবেসে তার ইবাদ তকরতে হবে।
۱۳۹۶/۱/۳۱ - ۲۲:۰۶
শেষ জামানায় ঈমান রক্ষা করা খুবই কঠিন কাজ
আন্তর্জাতিক বিভাগ: আমাদের আল কায়েমের অন্তর্ধান হবে। সেই যুগে মানুষের জন্য ঈমান রক্ষা করা অতি কঠিন হয়ে যাবে অর্থাত হাত দিয়ে কাটা সোজা করা যেমন কঠিন তখন ঈমান রক্ষা করাও তার থেকে বেশী কঠিন হবে।
۱۳۹۵/۶/۱۶ - ۱۸:۴۶
শেষ জামানায় মানুষের ধর্মের পরিস্থিতি
মাহদাভিয়াত বিভাগ: রশষ জামানায় মানুষ খুব সহজেই তার ধর্মকে বিক্রি করে দিবে তা আবার অতি সামান্যমূল্যে। তাদের পরিস্থিতি এমন হবে যে, সকালে মু’মিন থাকবে দুপুরে কাফের হয়ে যাবে।
۱۳۹۵/۱/۲۸ - ۲۰:۰۴
শেষ জামানায় পবিত্র কাবা শরীফ ধ্বংস করা হবে
মাহদাভিয়াত বিভাগ: আবু হুরাইরা রাসূল(সা.) থেকে বর্ণনা করেছেন, শেষ জামানায় হাবাশার লোকেরা পবিত্র কাবা ধ্বংস করবে এবং তারা কাবার গুপ্তধনকে বের করে নিয়ে যাবে।
۱۳۹۴/۱۲/۱۹ - ۱۷:۵۲
শেষ জামানায় তুর্কিদের তাণ্ডব ও বিশৃঙ্খলা
মাহদাভিয়াত বিভাগ: কতিপয় রেওয়ায়েত থেকে প্রতীয়মান হয় যে, ইমাম মাহদি (আ.) হিজায বিজয়ের পর দক্ষিণ ইরান অভিমুখে রওয়ানা এবং সেখানে খোরাসানী ও শুআইব ইবনে সালিহের নেতৃত্বাধীন ইরানী সেনাবাহিনী ও সেদেশের জনগণের সাথে মিলিত হবেন। তারা তাঁর হাতে বাইআত করবে। তিনি তাদের সহায়তায় বসরায় শত্রু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবেন যার ফলে তিনি এক সুস্পষ্ট ও বিরাট বিজয় লাভ করবেন।
۱۳۹۴/۱۲/۱۵ - ۱۴:۱۶
1
2
3
4
5
6
7
8
9
10
11
...
English
العربی
Azerbaycanca
اردو
Indonesia
漢語