অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Sunday, February 15, 2015 |
|
নির্বাচিত সংবাদ : |
20048 |
মসজিদ ও নামায বিষয়ক ১১টি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন
স্পেশাল ডেস্ক: শাবিস্তান বার্তা সংস্থার প্রধান কার্যালয়ে গতকাল ১৪ই ফেব্রুয়ারী এক আনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মসজিদ ও নামায বিষয়ক ১১টি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রণালয়ের নামায কমিটির উদ্যোগে মসজিদ ও নামায বিষয়ক ১১টি নতুন গ্রন্থ রচিত হয়েছে। গতকাল ১৪ই ফেব্রুয়ারী এক আনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ গ্রন্থগুলোর মোড়ক উন্মোচিত হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের মসজিদ বিষয়ক সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কাউন্সিলের প্রধান এবং সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা উপমন্ত্রী হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হামিদ সুলাইমানি এবং ইরানের সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রণালয়ের নামায কমিটির প্রধান হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ সাদেক কাফিল।
এ অনুষ্ঠানে মসজিদ ও নামায বিষয়ক যে ১১টি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে, সেগুলো হলো যথাক্রমে-
১- দারস নামেহ মিফতাহ
২- মিম্বার ও মেহরাব
৩- নামাযের আয়াতের তাফসীর
৪- যেভাবে উত্তর দিতে হয়
৫- একাগ্র নামায
৬- আদর্শ মসজিদ
৭- জামাতের নামাযের নিয়মাবলী
৮- নামাযের আহকাম
৯- আসমানের পথ
১০- মসজিদের আহকাম এবং
১১- আলোকচিত্রে ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী'র নামায।