অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, May 18, 2015 |
|
নির্বাচিত সংবাদ : |
20676 |
দরুদ শরীফ রাসূলের (সা.) প্রতি ভক্তি নিবেদনের অন্যতম নির্দশন
কোরআন ও মায়ারেফ বিভাগ: ইরানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী রেজা পানাহিয়ান বলেছেন যে, দরুদ শরীফ পাঠ মুসলমানদের জন্য রাসূল (সা.) ও তার আহলে বাইতের (আ.) প্রতি ভক্তি নিবেদনের অন্যতম মাধ্যম।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী রেজা পানাহিয়ান বলেন: আল্লাহ তায়ালা মানব জাতীকে হেদায়েত ও দিকনির্দেশনার নিমিত্তে নবুয়্যাতের পর ইমামতের ধারা প্রবর্তন করেছেন। তাই রাসূলের (সা.) ওফাতের পর আমিরুল মু'মিনিন আলী (আ.) প্রথম ইমাম হিসেবে মনোনীত হয়েছেন। এ থেকে বুঝা যায় যে, মানুষের হেদায়েত ও দিকনির্দেশনা কখনও থেমে থাকবে না।
তিনি বলেন: রাসূল (সা.) ও তার পবিত্র আহলে বাইতের (আ.) প্রতি দরুদ শরীফ পাঠের সওয়াব অপরিসীম। এ কারণে পবিত্র ইসলাম ধর্মে দরুদ পাঠের এত অধিক গুরুত্বারোপ করা হয়েছে। দরুদ পাঠের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে শত শত সহীহ ও বিশুদ্ধ হাদীস বর্ণিত হয়েছে।
ইরানের এ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আরও বলেন: রাসূল (সা.) ও তার পবিত্র আহলে বাইতের (আ.) প্রতি ভক্তি ও ভালবাসা নিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে নিয়মিত দরুদ শরীফ পাঠ করা।