অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, May 25, 2015 |
|
নির্বাচিত সংবাদ : |
20760 |
বই পরিচিতি..
ইমাম মাহদীর(আ.)অদৃশ্যকালীন সময়ে মুসলমানদের কর্তব্য কি?
মাহদাভিয়াত বিভাগ: আয়াতুল্লাহ শাহদী সাদর তার ইমাম মাহদীর(আ.)অদৃশ্যকালীন সময়ে মুসলমানদের কর্তব্য শীর্ষক গ্রন্থে এই প্রশ্নের জাবা দেয়ার পাশাপাশি প্রতিক্ষার ফজিলত এবং প্রতিক্ষাকারীদের কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন।
|
ইমাম মাহদীর(আ.)অদৃশ্যকালীন সময়ে মুসলমানদের কর্তব্য কি?
মাহদাভিয়াত বিভাগ: আয়াতুল্লাহ শাহদী সাদর তার ইমাম মাহদীর(আ.)অদৃশ্যকালীন সময়ে মুসলমানদের কর্তব্য শীর্ষক গ্রন্থে এই প্রশ্নের জাবা দেয়ার পাশাপাশি প্রতিক্ষার ফজিলত এবং প্রতিক্ষাকারীদের কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: আমাদেরকে অবশ্যই জানতে হবে ইমাম মাহদীর(আ.) জন্য আমরা বসে থাকব নাকি তার দিকে অগ্রসর হব? জানতে হবে শুধু কি আমরাই তার অপেক্ষা করছে না কি তিনিও আমাদের অপেক্ষায় আছেন। জানতে হবে শেষ জামানার এই পরিস্থিতিতে আমরা কিভাবে চলব।
শিয়া এবং সুন্নি উভয় সূত্রেই বর্ণিত হয়েছে, সাার বিশ্বে যখন অন্যায় অত্যাচারে ভরে যাবে তখনই ইমাম মাহদীর(আ.) আবির্ভাব ঘটবে। এবং তিন সারা বিশ্বকে ন্যায়-নীতিতে পরিপূর্ণ করবেন।
মুসলমানদের মধ্যে আবার অনেকে আছে যারা বলে বিশ্বে যত অন্যায় ঘটছে ঘটতে থাকুক কেননা এর মাধ্যমেই ইমাম মাহদীর(আ.) আবির্ভাব ত্বরান্বিত হবে।
এটা একটি ভ্যান্ত বিশ্বাস এবং সকল ইসলামী পণ্ডিত এর বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন।
বরং মুসলমানদের দায়িত্ব হচ্ছে ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের প্রেক্ষাপট রচনা করার জন্য প্রস্তুথ থাকতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে ঝাপিয়ে পড়তে হবে। ইমাম মাহদী(আ.) নিজেও বলেছেন: আমাদের শিয়ারা যদি তাদের প্রতিজ্ঞা এবং দায়িত্ব অনুযায়ী আমার আবির্ভাবের জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে তাহলে তাদের সাথে আমার সাক্ষাত খুব শীঘ্রই বাস্তবায়িত হবে।
আয়াতুল্লাহ শাহীদ সাদরের লেখা লাইলা সাদাত হাশেমীর অনুবাদ করা এই গ্রন্থটি পেতে আপনারা এই নম্বরে 00989127473852 যোগাযোগ করতে পারেন। 460470#