অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, December 8, 2015 |
|
নির্বাচিত সংবাদ : |
22278 |
ইরানে শিয়া-সুন্নী সম্প্রীতি সারা বিশ্বে স্বীকৃত: সুন্নী আলেম
প্রাদেশিক বিভাগ: ইরানের কুরদিস্তান প্রদেশের শীর্ষ সুন্নী আলেম মোল্লা কাদের কাদেরী বলেছেন যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানে শিয়া ও সুন্নীদের মধ্যে যে ঐক্য ও সম্প্রীতি বজায় আছে, তা সারা বিশ্বে নজিরবিহিন।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইরানের শীর্ষ সুন্নী আলেম মোল্লা কাদের কাদেরী আজ ৮ই ডিসেম্বর মঙ্গলবার কুরদিস্তান প্রদেশে এক সভায় বক্তৃতাকালে বলেন: ওহাবি গোষ্ঠী ও পশ্চিমা দেশগুলোর চক্রান্তের কারণে আজ যখন সারা মুসলিম জাহানে শিয়া ও সুন্নী বিরোধে মুসলিম উম্মাহ চরম ক্ষতির শিকার হচ্ছে; তখন ইসলামী প্রজাতন্ত্র ইরানে শিয়া ও সুন্নী মুসলমানদের মধ্যে অত্যন্ত চমতকার সুসম্পর্ক ও সম্প্রীতি বজায় রয়েছে। আর এমন কাংখিত অবস্থার সৃস্টির পেছনে ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ীর দূরদর্শী নেতৃত্ব এবং শিয়া ও সুন্নী উভয় মাযহাবের আলেম সমাজের সঠিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি মুসলিম জাহানে শিয়া ও সুন্নী সম্প্রীতির বিশেষ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন: শিয়া ও সুন্নী উভয় মাযহাবই মুসলিম উম্মাহর অংশ। কাজেই এ দু'মাযহাবের অনুসারীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি অতীব জরুরী। কিন্তু ইসলামের শত্রুতার ঐক্য ও সম্প্রীতিকে বিনষ্ট করতে গভীর চক্রান্ত চালাচ্ছে; কাজেই এ বিষয়ে সকল ধর্মপ্রাণ মুসলমানকে সতর্ক থাকা জরুরী।