অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Friday, January 22, 2016 |
|
নির্বাচিত সংবাদ : |
22732 |
চীন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে পূর্ণ সমর্থন দিবে: জিনপিং
পূর্ব বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি চীনের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল (বৃহস্পতিবার) মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের এক বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেছেন।
শাবিস্তান ডেস্ক: জিনপিং বলেছেন, এ ধরনের রাষ্ট্র গঠন হতে হবে ১৯৬৭ সালের সীমানা মেনে এবং নতুন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের থাকতে হবে পরিপূর্ণ সার্বভৌমত্ব। ১৯৬৭ সালে ছয় দিনের আর-ইসরাইল যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাসকে দখল করে নেয় ইহুদিবাদী বাহিনী কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত তাকে স্বীকৃতি দেয় নি। এরপর বসতি স্থাপনের নামে আরো ভূমি দখল করে নিয়েছে ইসরাইল।
বহু বছর ধরে ফিলিস্তিনের জনগণ একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক বছরগুলোতে সে প্রচেষ্টা জোরদার হয়েছে। চীনা প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের সে প্রচেষ্টার প্রতিই সমর্থন দিলেন।
শি জিনপিং আরো বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি যে প্রচেষ্টা চালাচ্ছে সেই নতুন উদ্যোগের প্রতি তার দেশের সমর্থন রয়েছে।” তিনি ফিলিস্তিনিদের জন্য ৫ কোটি ডলার সহযোগিতার ঘোষণাও দেন।