অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Thursday, May 26, 2016 |
|
নির্বাচিত সংবাদ : |
23725 |
আরব দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত: ব্লেয়ার
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, সৌদি আরবের কথিত শান্তি উদ্যোগ যদি ইসরাইল মেনে নেয় তবে আরব দেশগুলো তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছে। ব্লেয়ারের বরাত ইহুদিবাদী ইসরাইলের দৈনিক হারেতজ দিয়ে এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, সৌদি আরবের শান্তি উদ্যোগ নিয়ে যদি ইসরাইলি প্রশাসন আলোচনার অঙ্গীকার ব্যক্ত করে তবে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে পদক্ষেপ নেয়া সম্ভব হবে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি’র প্রতি ইঙ্গিত করে ব্লেয়ার বলেন, মধ্যপ্রাচ্যে নতুন নেতৃত্ব এসেছে এবং তাদের সহায়তায় এ কাজ করা সম্ভব। সিসি গত সপ্তাহে শান্তি প্রক্রিয়ার সুযোগ নেয়ার জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রশাসন এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিসি’র উদ্যোগের প্রতি ইসরাইল কি সাড়া দেয় তার ওপর গোটা বিষয় নির্ভর করছে বলে মন্তব্য করেন ব্লেয়ার।