অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Sunday, July 31, 2016 |
|
নির্বাচিত সংবাদ : |
24218 |
আয়াতুল্লাহ শেইখ ঈসা কামেসের বিতর্কিত বিচার বাহরাইনে গৃহযুদ্ধ ডেকে আনবে
রাজনীতি বিভাগ: আয়াতুল্লাহ শেইখ ঈসা কামেস বাহরাইনের অবিসংবাদিত নেতা। তার বিরুদ্ধে বাহরাইন সরকারের বানোয়াট বিচার দেশটিকে গৃহযুদ্ধের দিকে উস্কে দিবে। এ কথা বলেছেন ইরানের বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক হুসাইন কেনআনি মাকাদ্দাম।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক হুসাইন কেনআনি মাকাদ্দাম শাবিস্তান প্রতিবেদকের সাথে আলোচনাকালে বলেন: সৌদি আরবের রাজতন্ত্রি সরকার প্রতিবেশি বাহরাইনের উপর সামরিক আগ্রাসনের মাধ্যমে এ দেশের উপর অধিপত্য বজায় রেখেছে। এখন তারা দেশটির সংখ্যালঘু শিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
তিনি বলেন: বাহরাইনের স্বৈরশাসক সৌদি আরবের প্ররোচনায় দেশটির শিয়া মুসলমানদের উপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। আর এখন দেশটির সবচেয়ে জনপ্রিয় নেতা ও শীর্ষ আলেম হযরত আয়াতুল্লাহ ঈসা কাসেমের নাগরিকত্ব হরণ করার ঘোষণা দিয়েছে এবং তার বিরুদ্ধে বানোয়াট ও ভুয়া বিচারের হুমকি দিচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে সেখানে গৃহযুদ্ধের দিকে মোড় নিতে পারে।