অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, August 1, 2016 |
|
নির্বাচিত সংবাদ : |
24229 |
শিয়া-সুন্নী সম্প্রীতি পবিত্র কোরআন ও আহলে বাইতের (আ.) শিক্ষা
মায়ারেফ বিভাগ: ইরানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাসউদ আলী বলেছেন যে, শিয়া-সুন্নী সম্প্রীতি পবিত্র কোরআন ও আহলে বাইতের (আ.) শিক্ষা।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাসউদ আলী আজ সোমবার ১লা আগষ্ট এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: ইসলামে ঐক্য ও সম্প্রীতির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কোরআনে মুসলিম উম্মাহর সকলের মধ্যে ঐক্য বজায় রাখাকে ফরজ করা হয়েছে। এমনকি আহলে বাইতের (আ.) মাসুম ইমামগণও শিয়া ও সুন্নী মাযহাবের মধ্যে ঐক্য বজায় রাখার আদেশ দিয়েছে। ইমাম জাফর সাদীক (আ.) শিয়া মাযহাবের অনুসারীদেরকে সুন্নী মাযহাবের জামাতের নামাযে শরিক হওয়ার আদেশ দিয়েছেন।
তিনি বলেন: ইসলাম কখনও ভেদাভেদ ও অনৈক্যকে সমর্থন করে না। কেননা মুসলমানদের মধ্যে ভেদাভেদের মাধ্যমে ইসলামের শত্রুরাই কেবল লাভবান হয়।
তিনি বলেন: হাদীসে বর্ণিত হয়েছে যে, ইমাম জাফর সাদীক (আ.) স্বীয় ঘনিষ্ঠ সহচর মুফাজজালকে কিছু অর্থ দিয়েছিলেন; যাতে এ অর্থের সাহায্যে কোন মুসলমানদের মধ্যে যদি আর্থিক লেনদেনের কারণে বিভেদের সৃষ্টি হয় তাহলে এ অর্থ দিয়ে উক্ত বিবাদের মিমাংশা করা যায়।