অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Thursday, August 18, 2016 |
|
নির্বাচিত সংবাদ : |
24357 |
ইমাম সাজ্জাদ (আ.) আন্তর্জাতিক সেমিনার শিয়া ও সুন্নী সম্প্রীতির কারণ হয়েছে
মায়ারেফ বিভাগ: ইমাম সাজ্জাদ (আ.) আন্তর্জাতিক সেমিনারের কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহদাভী ইরানের পার্লামেন্ট স্পীকারের সাথে সাক্ষাতকালে বলেছেন যে, ইমামতিধারার ৪র্থ ইমাম তথা ইমাম সাজ্জাদের (আ.) নামে আয়োজিত আন্তর্জাতিক এ সেমিনারটি শিয়া ও সুন্নী এমনকি অন্যান্য ধর্মের অনুসারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির কারণ হয়েছে।
|
ইমাম সাজ্জাদ (আ.) আন্তর্জাতিক সেমিনার শিয়া ও সুন্নী সম্প্রীতির কারণ হয়েছে
মায়ারেফ বিভাগ: ইমাম সাজ্জাদ (আ.) আন্তর্জাতিক সেমিনারের কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহদাভী ইরানের পার্লামেন্ট স্পীকারের সাথে সাক্ষাতকালে বলেছেন যে, ইমামতিধারার ৪র্থ ইমাম তথা ইমাম সাজ্জাদের (আ.) নামে আয়োজিত আন্তর্জাতিক এ সেমিনারটি শিয়া ও সুন্নী এমনকি অন্যান্য ধর্মের অনুসারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির কারণ হয়েছে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইসলামী প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্টের স্পীকার ডা: আলী লারিজানির সাথে ইমাম সাজ্জাদ (আ.) আন্তর্জাতিক সেমিনারের কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহদাভী'র নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার ১৮ই আগষ্ট সকালে তেহরানে সাক্ষাত করেছেন।
এ সময় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহদাভী ইরানের হুরমুজগান প্রদেশে সদ্য সমাপ্ত ইমাম সাজ্জাদ (আ.) আন্তর্জাতিক সেমিনারের উপর একটি প্রতিবেদন তুলে ধরেন।
তিনি বলেন: আন্তর্জাতিক এ সেমিনারে মুসলিম জাহান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মীয় চিন্তাবিদরা অংশগ্রহণ করেন। শিয়া ও সুন্নী মাযহাবের নামকরা ও বিশিষ্ট গবেষকরা এ সেমিনারে নিজেদের মূল্যবান মতামত তুলে ধরেন। উভয় মাযহাবের অনুসারীদের অংশগ্রহণে এ সেমিনারটি শিয়া ও সুন্নীদের মিলন মেলায় পরিণত হয়। এছাড়া সেমিনারে অংশগ্রহণকারী বক্তাবৃন্দ শিয়া ও সুন্নী মাযহাবের মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন: ইমাম সাজ্জাদ (আ.) আন্তর্জাতিক সেমিনারটি আয়োজনের আগে আমরা খ্যাতনামা মারজায়ে তাকলীদ ও শীর্ষ আলেমদের শরনাপন্ন হয়েছি। তারা প্রত্যেকে আমাদেরকে এ ধরনের সেমিনার আয়োজনের উপর গুরুত্বারোপ করেছেন এবং সেমিনারটি যাতে সফল হয় সেজন্য নানাবিধ পরামর্শও দিয়েছেন।