অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Saturday, August 20, 2016 |
|
নির্বাচিত সংবাদ : |
24367 |
আলে খলিফার অত্যাচারী শাসনের বিরুদ্ধে বাহরাইনের জনগণের বিক্ষোভ
আন্তর্জাতিক বিভাগ: "আল দাররাজ" অঞ্চলে পরপর পঞ্চম সপ্তাহের মত জুমার নামাজ আদায়ে বাধা দেয়ার প্রতিবাদে বাহরাইনের গনগণ আলে খলিফা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যহত রেখেছে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: আলে খলিফা শাসনের কর্মকর্তারা ৫ সপ্তাহ ধরে জুমার নামাজ আদায়ে বাধা দেয়ার প্রতিবাদের বাহরাইনের জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছেন।
অনুরূপভাবে অন্য শহর থেকেও এই শহরে এসে নামাজ আদায়ে বাধঅ দান করছে আলে খলিফার নিরাপত্তা বাহিনী।
বাহরাইনের জনগণ গতকাল জুমার নামাজের পর স্বৈরাচারি আলে খলিফার দমন-পীড়ন নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তারা বাহরাইনের পতাকা এবং আয়াতুল্লাহ ঈসা কাসেমের ছবি বহন করেন। তারা বলেন বাহরাইনের সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করুন এবং আলেমদেরকে হয়রানি করা থেকে বিরত থাকুন।
গত শুক্রবার খলিফা সরকারের এজেন্টরা বাহরাইনের শিয়া মুসলমানদেরকে নামাজ আদায় করতে দেয় নি এবং জুমার খতিবকেও মসজিদে হাজির হতে দেয় নি।
কয়েকদিন আগেও, জাতিসংঘের কর্মকর্তারা শিয়া মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতা বন্ধ করার জন্য বাহরাইনের শাসকদের প্রতি আহ্বান জানান।
তারা একটি বিবৃতি প্রকাশ করে বলেছিলেন: বাহরাইনের সরকার, প্রকাশ্যে এবং প্রকাশ্যে দেশটির শিয়াদের উপর নির্যাতন চালাচ্ছে।
566926