অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, October 10, 2016 |
|
নির্বাচিত সংবাদ : |
24823 |
আশুরা উপলক্ষে ১৪২ হাজার বিদেশী আশেকে হুসাইন কারবালায় প্রবেশ করেছে
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের সীমান্ত পরিচালক বলেছেন, পবিত্র আশুরা পালন করার জন্য বিভিন্ন দেশে থেকে এক লক্ষ ৪২ হাজার আশেকে হাসাইন কারবালায় পৌছেছে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: সামি সুদানি বলেন, এ্ই সকল তীর্থযাত্রীরা স্থল পথে, আকাশ পথে এবং নৌ পথে কারবালায় পৌছেছেন।
তিনি আরও এই সংক্যা আরও বাড়ার সম্ভবনা রয়েছে। কেননা এখনও আরও হাজার হাজার আশেকানে আহলে বাইত ইমাম হুসাইনর আজাদারি পালনের জন্য ইরাক অভিমুখে আসছেন।
কর্তৃপক্ষ বলছেন: এখনও সীমান্তসমূহে বহু তীর্থযাত্রী ইরাকে প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন। তাদের আন্তরিক চাওয়া হচ্ছে তারা কারবালায় হাজির হয়ে ইমাম হুসাইনের জন্য আজাদারি পালন করবেন।
কামেলুয যিয়ারত নামক গ্রন্থে বর্ণিত হয়েছে ইমাম জয়নুল আবেদীন (আ.) কারবালার ঘটনার পরে অলৌকিকভাবে কারবালাতে আসেন এবং বণী আসাদের সাহায্য নেন এবং যেহেতু মাথা এবং শরীরের সনাক্তকরণ ছিল একটি সমস্যা ছিল কিন্তু ইমাম জয়নুল আবেদীন (আ.) এ সমস্যার সমাধান করেন এবং শহীদদের সনাক্ত করেন।
তিনি ইমাম হুসাইন (আ.)’র পবিত্র লাশের কাছে যান এবং একাই তাঁকে দাফন করেন এবং বলেনঃ কেউ কি অছে যে আমাকে সাহায্য করবে। তারপর তিনি ইমাম (আ.)’র কবরের উপরে লিখে দেনঃ ইনি হচ্ছেন সেই হুসাইন যাকে তৃষ্ঞার্ত এবং অহসায় অবস্থায় শহীদ করা হয়।
কারবালায় সর্বদা ফেরেশতারা ইমাম হাসাইরেন যিয়াতর করেন এবং তার জন্য আজাদারি করেন। আর এ জন্যই আশেকানে আহলে বাইত কারবালায় গিয়ে আশুরা পালন করার জন্য আকুল হয়ে থাকেন।
579989