অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Wednesday, November 9, 2016 |
|
নির্বাচিত সংবাদ : |
25101 |
মুসলিম জাহানে ঐক্য প্রতিষ্ঠায় আলেম সমাজকে এগিয়ে আসতে হবে
মায়ারেফ বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ আলেম হযরত আয়াতুল্লাহ আল উযমা জাফর সুবহানি বলেছেন যে, মুসলিম উম্মাহ বর্তমানে অনৈক্য ও বিভ্রান্তির জালে আটকা পড়েছে; তাই মুসলিম জাহানে ঐক্য প্রতিষ্ঠায় আলেম সমাজকে এগিয়ে আসতে হবে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইরানের শীর্ষ আলেম হযরত আয়াতুল্লাহ আল উযমা জাফর সুবহানি আজ বুধবার ৯ই নভেম্বর ইরানের ধর্মীয় নগরী কোমের ঐতিহাসিক মসজিদে আজামে ধর্মতত্বের উচ্চতর ক্লাসে বক্তৃতাকালে বলেন: পবিত্র কোরআনে আল্লাহ তায়লা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আকড়ে ধরার আদেশ দিয়েছেন এবং অনৈক্য ও ভেদাভেদ থেকে সর্বাবস্থায় বিরত থাকারও নির্দেশ দিয়েছেন। তাই প্রত্যেক মুসলমানের উপর ঈমানি ও দ্বীনী দায়িত্ব হচ্ছে নিজেদের মধ্যে সুসম্পর্ক ও সৌহার্দ বজায় রাখা এবং ভেদাভেদের আগুন থেকে দূরত্ব বজায় রাখা।
তিনি বলেন: আজ ইসলামের শত্রুরা মুসলিম উম্মাহের মাঝে বিভেদ ও বিভ্রান্তির জাল বিস্তারের চক্রান্তে লিপ্ত রয়েছে। এক মুসলমান আজ অপর মুসলমানের রক্ত ঝরাচ্ছে, ইসলামের নাম ব্যবহার করে উগ্রবাদ ও জঙ্গিবাদের বিস্তার ঘটাচ্ছে। এমতাবস্থায় মুসলিম আলেম ও চিন্তাবিদদের দায়িত্ব হচ্ছে মুসলিম বিশ্বকে এ ধ্বংসাত্মক অবস্থা থেকে মুক্তি দেয়া।
তিনি বলেন: বর্তমান মুসলিম উম্মাহর সার্বিক অবস্থা বিবেচনা করলে এটা সুস্পষ্ট যে, যদি কেউ মুসলিম উম্মাহর মাঝে ঐক্য বিনষ্ট হয় এমন কোন পদক্ষেপ নেয়, তবে সে সরাসরি ইসলাম ও মুসলমানদের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। কাজেই প্রত্যেকের ঈমানি দায়িত্ব হচ্ছে শত্রুদের চক্রান্ত সম্পর্কে সজাগ থেকে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা।