অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Saturday, November 12, 2016 |
|
নির্বাচিত সংবাদ : |
25119 |
ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে শিয়াদের পরিস্থিতি
মাহদাভিয়াত বিভাগ: শিয়াদের মধ্যেও অনেক দূর্বল ঈমানের লোক রয়েছে, যারা সবসময় ঝগড়া বিবাদ করতে চায়। কিন্তু আমাদের উচিত হবে এই সকল ছোটখাট বিষয়কে উপেক্ষা করে সঠিক পথে চলা।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম কারগার বলেন, শিয়া মাজহাবের অনুসারীরা শেষ জামানায় সব থেকে ঐক্যবদ্ধ ও বলিষ্ঠ জাতি হিসাবে পরিচিত হবে। কেননা ইমাম মাহদী(আ.) তাদেরকে নিয়ে তার মহান বিপ্লব শুরু করবেন। কিন্তু তারপরও কিছু দূর্বল ঈমানের লোক থাকবে যারা সর্বদা সমস্যা তৈরি করবে কিন্তু সতর্কথার সাথে ্ সকল ফেতনার মোকাবেলা করতে হবে।
আমিরুল মু'মিনিন হযরত আলী(আ.) বলেছেন: শেষ জামানায় কিছু মানুষ নিজেদের মধ্যে বিভেদ করবে তখন ইমাম মাহদীর আগমন ঘটবে এবং তিনি ৭০ জন বিশৃঙ্খলাকারীকে হত্যা করবেন অত:পর সকল শিয়ারা ইমাম মাহদীর পতাকাতলে একত্রিত হবে।
ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: যখন মক্কা ও মদিনার মধ্যে বিভেদ সৃষ্টি হবে এমনকি সাপও ভয়ে গর্তে চলে যাবে, জ্ঞান ও বিবেক দূরে পালাবে এবং শিয়ারা নিজেদের মধ্যে দ্বন্দে লিপ্ত হবে। একেঅপরকে মিথ্যাবাদি বলবে এবং হিংসা বিদ্বেষ বৃদ্ধি পাবে। তখন ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে এবং সকল ফেতনার অবসান ঘটবে।
এই হাদিস থেকে বোঝা যায় যে, শেষ জামানায় শিয়াদের মধ্যেও বিভেদ দেখা দিবে। কিন্তু প্রকৃত ইমাম মাহদীর প্রতিক্ষাকারীদের উচিত সকল প্রকার ফেতনা থেকে দূরে থেকে ঐক্যবদ্ধভাবে ইমাম মাহদীর আবির্ভাবের প্রেক্ষাপট রচনা করা।
কেননা যারা মুখে মাত্র ইমাম মাহদীর জন্য প্রতিক্ষার কথা বলে তারা প্রকৃত ইমাম মাহদীর প্রতিক্ষাকারীদের সাথে দ্বন্দে লিপ্ত হবে। তখন ঈমানদারদের উচিত হবে যে সবাই ঐক্যবদ্ধ হয়ে ইমাম মাহদীর আগমনের প্রেক্ষাপট রচনা করা।
586295