অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Sunday, November 13, 2016 |
|
নির্বাচিত সংবাদ : |
25131 |
আয়াতুল্লাহ সাইয়েদ সায়িদ হাকিমি’র সাথে আয়াতুল্লাহ মুহসেন আরাকী’র সাক্ষাত
রাজনীতি বিভাগ: শিয়াবিশ্বের খ্যাতনামা মারজায়ে তাকলীদ ও ধর্মগুরু হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ সায়িদ হাকিমের সাথে ইরানের মুসলিম মাযহাবসমূহের মধ্যে সমন্নয়কারী বিশ্ব সংস্থার প্রধান হযরত আয়াতুল্লাহ মুহসেন আরাকী সাক্ষাত করেছেন।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইসলামী প্রজাতন্ত্র ইরানের মুসলিম মাযহাবসমূহের মধ্যে সমন্নয়কারী বিশ্ব সংস্থার প্রধান হযরত আয়াতুল্লাহ মুহসেন আরাকী বর্তমানে ইরাকের ধর্মীয় নগরী নাজাফে আশরাফ সফরত রয়েছেন। এ সফরে তিনি গতকাল ১২ই নভেম্বর শনিবার শিয়াবিশ্বের খ্যাতনামা মারজায়ে তাকলীদ ও ধর্মগুরু হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ সায়িদ হাকিমের সাথে সাক্ষাত করেছেন। এ সময় তার সাথে ইরানের বিশিষ্ট সুন্নী আলেমবৃন্দও রয়েছেন।
এ সাক্ষাত অনুষ্ঠানে হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ সায়িদ হাকিম মুসলমি জাহানে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে আলেম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন: শিয়া ও সুন্নী মাযহাবের মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে হলে উভয় মাযহাবের আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। পরস্পরের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয় এমন বিষয় থেকে সর্বাবস্থায় পরিহার করা উচিত।
তিনি বলেন: কিছু কিছু বক্তা রয়েছেন যারা সস্তা জনপ্রিয়তা লাভের আশায় উস্কানিমুলক কথাবার্তার মাধ্যমে স্মাযহাবগত বিভেদকে উস্কে দেয়। উভয় মাযহাবের মধ্যেই এ ধরনের বক্তরা রয়েছে। এদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত।
তিনি শিয়া ও সুন্নী মাযহাবের অনুসারীদের মধ্যে বিভেদ সৃষ্টিতে ইসলামের শত্রুদের নানামুখী চক্রান্ত সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।