অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Thursday, November 24, 2016 |
|
নির্বাচিত সংবাদ : |
25207 |
শিয়া-বিরোধী মিথ্যা প্রচারণার প্রতিবাদে সৌদি সম্পাদকের পদত্যাগ
স্পেশাল ডেস্ক: শিয়া মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার প্রতিবাদে আশ-শারকুল আওসাত পত্রিকার এডিটর ইন-চিফ সালমান আলদোসারি পদত্যাগ করেছেন। গত বছর ইরাকের পবিত্র শহর কারবালায় ইমাম হোসেইন (আ) এর শাহাদাতের চেহলাম অনুষ্ঠানের সময় অন্তত ১৬৯ জন নারী অবৈধ গর্ভধারণের শিকার হয়েছেন বলে বানোয়াট খবর প্রকাশের একদিন পর তিনি পত্রিকাটির প্রধান সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেন।
|
শিয়া-বিরোধী মিথ্যা প্রচারণার প্রতিবাদে সৌদি সম্পাদকের পদত্যাগ
স্পেশাল ডেস্ক: শিয়া মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার প্রতিবাদে আশ-শারকুল আওসাত পত্রিকার এডিটর ইন-চিফ সালমান আলদোসারি পদত্যাগ করেছেন। গত বছর ইরাকের পবিত্র শহর কারবালায় ইমাম হোসেইন (আ) এর শাহাদাতের চেহলাম অনুষ্ঠানের সময় অন্তত ১৬৯ জন নারী অবৈধ গর্ভধারণের শিকার হয়েছেন বলে বানোয়াট খবর প্রকাশের একদিন পর তিনি পত্রিকাটির প্রধান সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেন।
টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টের মাধ্যমে সালমান আলদোসারি তার পদত্যাগের কথা ঘোষণা করেছেন। আরবি ভাষার আসওয়াত হুররাহ নামে একটি ওয়েবসাইট থেকে নিয়ে আশ-শারকুল আওসাত এ প্রতিবেদন ছেপেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র কথিত এক মুখপাত্রের বরাত দিয়ে সৌদি আরবের একটি দৈনিক পত্রিকা কয়েকদিন আগে খবর দিয়েছে যে, গত বছরের চেহলাম অনুষ্ঠানের সময় অন্তত ১৬৯ জন ইরাকি নারী বিয়ে-বহির্ভূতভাবে গর্ভ ধারণ করেছেন। কিন্তু হু এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তারা এই মিথ্যা সূত্র ও প্রমাণবিহীন খবরের বিষয়ে তদন্ত করছে। এ ধরনের মিথ্যা খবর ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে।
আলদোসারির পদত্যাগের পর লেবাননের সাংবাদিক কাসান চারবেলকে আশ-শারকুল আওসাতের এডিটর ইন-চিফের দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল লন্ডনে পত্রিকাটির প্রধান কার্যালয়ের সামনে বহু মানুষ বিক্ষোভ করেছেন। এ সময় তারা দুঃখজনক ও অপেশাদারসুলভ বিষয়টি আমলে নেয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেছেন, ইরাকের নারীদের সাম্মান তাদের কাছে ‘রেড লাইন’।
এদিকে, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি সৌদি মালিকানাধীন এ পত্রিকাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, পত্রিকাটি যদি ক্ষমা না চায় তাহলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অধিকার তার সরকারের রয়েছে। এর পাশাপাশি ইরাকের প্রখ্যাত শিয়া আলেম মুক্তাদা আস-সাদর হুমকি দিয়ে বলেছেন, পত্রিকাটি যদি আনুষ্ঠানিক ক্ষমা না চায় তাহলে বাগদাদে আশ-শারকুল আওসাতের কার্যালয় বন্ধ করে দেয়া হবে।