অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, December 13, 2016 |
|
নির্বাচিত সংবাদ : |
25337 |
ইরানে শিয়া ও সুন্নী আলেমদের ঐক্য সম্মেলন
রাজনীতি বিভাগ: মহানবী হযরত মুহাম্মাদের (সা.) মহিমান্বিত জন্ম দিবস উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কেরমানশাহ প্রদেশে শিয়া ও সুন্নী আলেমদের এক ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
|
ইরানে শিয়া ও সুন্নী আলেমদের ঐক্য সম্মেলন
রাজনীতি বিভাগ: মহানবী হযরত মুহাম্মাদের (সা.) মহিমান্বিত জন্ম দিবস উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কেরমানশাহ প্রদেশে শিয়া ও সুন্নী আলেমদের এক ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: পবিত্র রবিউল আওয়াল মাসের ১৭ই তারিখ হচ্ছে মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত মহিমান্বিত ও বরকতপূর্ণ দিন। কেননা এদিনে এ পৃথিবীতে আগমণ করেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মাদ (সা.) এবং তারই পবিত্র আহলে বাইতের (আ.) অন্যতম মাসুম ইমাম হযরত ইমাম জাফর সাদীক (আ.)।
এ উপলক্ষে মুসলিম উম্মাহর প্রধান দুই মাযহাব তথা শিয়া ও সুন্নী উভয় মাযহাবের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কেরমানশাহ প্রদেশে শিয়া ও সুন্নী আলেমদের এক ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামীকাল রোজ বুধবার ১৩ই ডিসেম্বর সকাল সাড়ে আটটার সময় অত্র প্রদেশের ইন্তেজার অডিটোরিয়ামে এ ঐক্য সম্মেলন শুরু হবে।
ইরানের কেরমানশাহ প্রদেশে ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী’র প্রতিনিধি হযরত আয়াতুল্লাহ উলামা উক্ত ঐক্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ইরানের শিয়া ও সুন্নী মাযহাবের শত শত আলেম ও ইসলামী চিন্তাবিদের উপস্থিতিতে রাসূলুল্লাহর (সা.) জীবনাদর্শ এবং মুসলিম উম্মাহর করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী জাদেহ মুসাভী।
উল্লেখ্য ইরানে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার পর ইমাম খোমেনী (রহ.) ১৯৭৮ সনে শিয়া ও সুন্নী মাযহাবের অনুসারীদের মাঝে ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১২ থেকে ১৭ রবিউল আওয়ালকে ইসলামী ঐক্য সপ্তাহ ঘোষণা করেন। তখন থেকে মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার উদ্দেশ্য ইসলামী প্রজাতন্ত্র ইরান নানামুখী কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছে।