অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Wednesday, December 21, 2016 |
|
নির্বাচিত সংবাদ : |
25392 |
ঐক্য ও সংহতির মধ্যেই মুসলিম জাহানের বৃহত্তর শক্তি নিহিত
মায়ারেফ বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের জুমার নামাযের অস্থায়ী খতিব হযরত আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী বলেছেন যে, মুসলিম উম্মাহ যদি নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য ও সংহতি গড়ে তুলতে পারে, তবে বিশ্বের বৃহত্তর শক্তিতে পরিণত হতে পারবে।
|
ঐক্য ও সংহতির মধ্যেই মুসলিম জাহানের বৃহত্তর শক্তি নিহিত
মায়ারেফ বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের জুমার নামাযের অস্থায়ী খতিব হযরত আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী বলেছেন যে, মুসলিম উম্মাহ যদি নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য ও সংহতি গড়ে তুলতে পারে, তবে বিশ্বের বৃহত্তর শক্তিতে পরিণত হতে পারবে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: তেহরানের জুমার নামাযের অস্থায়ী খতিব হযরত আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী আজ বুধবার ২১শে ডিসেম্বর এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: মহান আল্লাহ এ পৃথিবী সৃষ্টি করে তাতে বসবাসের জন্য মানব জাতিকে পাঠিয়েছেন আর এ মানব জাতিকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী ও রাসূলদের (আ.) পাঠিয়েছেন। এছাড়া মানুষ যাতে পথভ্রষ্ট ও বিপথগামী না হয়, সেজন্য আসমানী কিতাবও পাঠিয়েছেন।
তিনি বলেন: মানুষ যদি খোদামুখী হয় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপর ভরসা করে, তবে নিশ্চয়ই আল্লাহ তাকে সহায্য করবে। পক্ষন্তরে মানুষ যদি খোদাকে ভুলে দুনিয়ার চাকচিক্য ও পার্থিব বিষয়াদি নিয়ে ব্যস্ত থাকে, তবে সে দুনিয়া ও পরকালে ক্ষতিগ্রস্ত হবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের এ শীর্ষ আলেম মুসলিম জাহানে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে বলেন: মুসলিম জাহানের আজকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনৈক্য ও ভেদাভেদ। কেননা অনৈক্য ও ভেদাভেদ মুসলিম উম্মাহকে ইসলামের শত্রুদের বিরুদ্ধে দিন দিন দূর্বল থেকে দূর্বলতর করছে। আর ইসলামের শত্রুরা এ সুযোগকে কাজে লাগিয়ে মুসলিম জাহানের উপর দিন দিন চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। কাজেই আমরা যদি পৃথিবীর বুকে মাথা উচু করে দাড়াতে চাই, তবে অবস্যই নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য ও সংহতি গড়ে তুলতে হবে।