অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Sunday, December 25, 2016 |
|
নির্বাচিত সংবাদ : |
25424 |
ইসলামী ঐক্য প্রতিষ্ঠায় যে কোন পদক্ষেপ ইবাদত হিসেবে গণ্য: গবেষক
মায়ারেফ বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামী গবেষক ও সাবেক ডেপুটি স্পীকার হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ আবু তুরাবি ফার বলেছেন যে, ইসলামী ঐক্য প্রতিষ্ঠায় যে কোন পদক্ষেপ ইবাদত হিসেবে গণ্য।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: সদ্য প্রয়াত ইরানের বিশিষ্ট আলেম ও গবেষক হযরত আয়াতুল্লাহ ওয়েজজাদেহ খোরাসানী’র স্মরণে তেহরানের ইমাম জাফর সাদীক (আ.) জামে মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ আবু তুরাবি ফার বলেন: মুসলিম উম্মাহ আজ অন্য যে কোন সময়ের তুলনায় ঐক্য ও সংহতির প্রয়োজন অনুভব করছে। কেননা অনৈক্য ও ভেদাভেদের কারণে একদিকে মুসলিম জাহান আজ ইসলামের শত্রুদের কর্তৃক নিস্পেষিত ও নির্যাতিত এবং অপরদিকে দূর্বল ও উদ্দেশ্যহীন জাতিতে পরিণত হয়েছে। এ কারণে মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা বর্তমানে সবচেয়ে প্রয়োজনীয় ও জরুরী বিষয় হিসেবে বিবেচিত।
তিনি মুসলিম উম্মাহর মাঝে ঐক্য প্রতিষ্ঠায় ইরানের সদ্য প্রয়াত বিশিষ্ট আলেম ও গবেষক মরহুম আয়াতুল্লাহ ওয়েজজাদেহ খোরাসানী’র বিশেষ অবদানের কথা উল্লেখ করে বলেন: মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় যার অবদান আমরা কখনও ভূলব না, যিনি মুসলিম মাযহাবসমূহের মাঝে নৈকট্য সৃষ্টিকারী আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, যিনি মুসলিম দেশগুলো সফর করে মুসলিম উম্মাহর মধ্যে শক্তিশালী ঐক্য ও সংহতি গড়ে তোলার নিমিত্তে দিবারাত্র পরিশ্রম করেছেন, তিনি হলেন হযরত আয়াতুল্লাহ ওয়েজজাদেহ খোরাসানী। করেছেন। তিনি ইরানে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার পর থেকেই ইরানের পক্ষ থেকে ইসলামী ঐক্যের বাণী পৃথিবীর মানুষের নিকট পৌছে দিয়েছেন।
উল্লেখ্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম ও গবেষক হযরত আয়াতুল্লাহ ওয়েজজাদেহ খোরাসানী’ গত ১৮ই ডিসেম্বর রবিবার ইহধাম ত্যাগ করে মহান আল্লাহর সান্নিধ্যে গমণ করেছেন। তিনি মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। মুসলিম মাযহাবসমূহের মাঝে ঐক্য ও সংহতি সৃষ্টিকারী বিশ্ব সংস্থার সর্ব প্রথম মহাসচিব ছিলেন তিনি।