অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Thursday, February 2, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
25725 |
ইসলামী বিপ্লব ইরানি নারী সমাজের হারান অধিকার পুনরুদ্ধার করেছে
রাজনীতি বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আব্দুল আলী বলেছেন যে, ইসলামী বিপ্লব ইরানি নারী সমাজের হারান অধিকার পুনরুদ্ধার করেছে। বর্তমানে ইরানের নারী সমাজ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় স্বাধীন ও মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে।
|
ইসলামী বিপ্লব ইরানি নারী সমাজের হারান অধিকার পুনরুদ্ধার করেছে
রাজনীতি বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আব্দুল আলী বলেছেন যে, ইসলামী বিপ্লব ইরানি নারী সমাজের হারান অধিকার পুনরুদ্ধার করেছে। বর্তমানে ইরানের নারী সমাজ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় স্বাধীন ও মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইরানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আব্দুল আলী দেশটির ইসলামী বিপ্লবের ৩৯তম বিজয় বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বলেন: বিগত ৩৮ বছর আগে ইমাম খোমেনীর নেতৃত্বে প্রতিষ্ঠিত ইসলামী বিপ্লবের নানাবিধ লক্ষ ও উদ্দেশ্য ইতিমধ্যে সফল ও কার্যকর হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, সাম্রাজ্যবাদি অপশক্তির আধিপত্যের বলয় থেকে মুক্ত হয়ে স্বাধীন ও সার্বভৌমত্য বজায় রাখা, ইসলামের বিধানাবলীর যথাসম্ভব বাস্তবায়ন প্রভৃতি। বিশেষ করে ইসলামে নারী সমাজের যে মর্যাদা ও অধিকার দেয়া হয়েছে, তা তৎকালীন রেজা শাহের তাগুতি শাসনামলে সম্পূর্ণ উপেক্ষিত ছিল। কিন্তু ইসলামী বিপ্লব ইরানের নারী সমাজকে পুনরায় সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।
তিনি বলেন: ১৯৭৮ সালে ইরানে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার পর ইমাম খোমেনীর সাহসি ও দৃঢ়তাপূর্ণ পদক্ষেপসমূহ নানাবিধ বাধা বিপত্তিকে উপেক্ষা করে এ বিপ্লবের বাণীকে সারা বিশ্বের মানুষের নিকট পৌছে দিতে সক্ষম হয়েছে। আর ইমাম খোমেনীর ইন্তেকালের পর ইসলামী বিপ্লবের বর্তমান রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ীর বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্ব বিগত বছরগুলোতে এ বিপ্লবকে শত্রুদের নানামুখী চক্রান্ত থেকে রক্ষা করেছে।
606531