অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Saturday, February 4, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
25731 |
ইরানের ইসলামী বিপ্লব ইহুদিবাদি ইসরাইলকে শায়েস্তা করেছে
রাজনীতি বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম ও হামাদান প্রদেশের প্রধান জুমার নামাযের খতিব বলেছেন যে, ইমাম খোমেনীর নেতৃত্বে প্রতিষ্ঠিত ইসলামী বিপ্লব ইহুদিবাদি ইসরাইলকে শায়েস্তা করেছে এবং এ অবৈধ রাষ্ট্রের আগ্রাসী নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে সক্ষম হয়েছে।
|
ইরানের ইসলামী বিপ্লব ইহুদিবাদি ইসরাইলকে শায়েস্তা করেছে
রাজনীতি বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম ও হামাদান প্রদেশের প্রধান জুমার নামাযের খতিব বলেছেন যে, ইমাম খোমেনীর নেতৃত্বে প্রতিষ্ঠিত ইসলামী বিপ্লব ইহুদিবাদি ইসরাইলকে শায়েস্তা করেছে এবং এ অবৈধ রাষ্ট্রের আগ্রাসী নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে সক্ষম হয়েছে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইরানের বিশিষ্ট আলেম ও হামাদান প্রদেশের প্রধান জুমার নামাযের খতিব হযরত আয়াতুল্লাহ গিয়াসুদ্দিন তোহা মুহাম্মাদি গতকাল শুক্রবার এ সপ্তাহের জুমার খুতবাতে ইরানের ইসলামী বিপ্লবের ৩৯তম বিজয় বার্ষিকীর কথা উল্লেখ করে বলেন: ইসলামী বিপ্লব ইরানি জাতিকে তাগুতি শাসনের কবল থেকে রক্ষা করে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল ও উন্নত জাতি হিসেবে মাথা উচু করে দাড়ানোর সুযোগ দিয়েছে। শুধু তাই নয় ইসলামী বিপ্লবের ফলে ইরানি আজ একটি স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে পরিচিতি পেয়েছে, ইরানি জাতি আজ পৃথিবীর কোন পরাশক্তিকে পরোয়া করে না। নিজেদের দেশ ও জাতির ভাগ্য উন্নয়নের জন্য পৃথিবীর কোন দেশের প্রতি মুখাপেক্ষী নয়। এমনকি ইরানের সামরিক ক্ষমতা আজ বিশ্বের হাতে গোনা কয়েকটি শক্তিশালী দেশের সমপর্যায়ে পৌছে গেছে। আর এ কারণে বিশ্বের সাম্রাজ্যবাদি ও কুফরি শক্তিগুলো ইরানের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচারে লিপ্ত হয়েছে।
তিনি মুসলিম জাহানে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাবের কথা উল্লেখ করে বলেন: ইহুদিবাদি ইসরাইল যখন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে হাতের ইশারায় ঘুরাচ্ছিল; তখন ইমাম খোমেনী ইসরাইলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে সেটাকে বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্নের ঘোষণা দেন; যা এ ইহুদি রাষ্ট্রের মধ্যে চরম আতংক এবং মুসলিম উম্মাহর মধ্যে আশার আলো প্রজ্বলিত করে।
606755