অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Sunday, February 5, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
25752 |
ইসলামী বিপ্লব বিজয় লাভের পর ইরানে ওয়াকফ চর্চা বৃদ্ধি পেয়েছে
মায়ারেফ বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় ওয়াকফ ও জনকল্যাণ সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলী মুহাম্মাদী বলেছেন যে, ইমাম খোমেনীর নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সফলতার পর ইসলামি বিধানাবলী বাস্তবায়িত হয়েছে; তম্মধ্যে অন্যতম হচ্ছে ওয়াকফের বিধান।
|
ইসলামী বিপ্লব বিজয় লাভের পর ইরানে ওয়াকফ চর্চা বৃদ্ধি পেয়েছে
মায়ারেফ বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় ওয়াকফ ও জনকল্যাণ সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলী মুহাম্মাদী বলেছেন যে, ইমাম খোমেনীর নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সফলতার পর ইসলামি বিধানাবলী বাস্তবায়িত হয়েছে; তম্মধ্যে অন্যতম হচ্ছে ওয়াকফের বিধান।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট : হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলী মুহাম্মাদী আজ ওয়াকফ ও জনকল্যাণ সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বক্তৃতা দানকালে বলেন : ইসলামী বিপ্লব হচ্ছে ইমাম খোমেনীর (রহ.) প্রত্যয়দীপ্ত নেতৃত্ব, শহীদদের আত্মত্যাগ এবং ইরানী জাতির সংগ্রামের ফসল।
তিনি আলেম ও উলামাদের উপর সাবেক তাগুত সরকারের নির্দয় আচরণের কথা উল্লেখ করে বলেন : ইসলামী বিপ্লবের পূর্বে সমাজে কোরআনকে কোনঠাসা করে রাখা হয়েছিল। কিন্তু ইসলামী বিপ্লব বিজয় লাভের পর কোরআনকে সে অবস্থা হতে মুক্ত করা হয়েছে। আর আজকের সমাজে খোদা প্রদত্ত্ব বিধান ওয়াকফের ব্যাপক প্রচলন মূলত: ইমাম খোমেনীর (রহ.) চেষ্টার কারণে সম্ভব হয়েছে।
তিনি ইসলামী বিপ্লবের শত্রুদের চক্রান্তে বিরুদ্ধে সচেতন থাকার কথা উল্লেখ করে বলেন : আজ ইসলামী প্রজাতন্ত্র ইরান শহীদদের রক্তের বদৌলতে সাংস্কৃতির সুউচ্চ শিখরে অবস্থান করছে।
তিনি বলেন : বেলায়েতে ফাকীহ তথা সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুগত্যের মধ্যে ইরানী জাতির সম্মান ও মর্যাদা নিহিত রয়েছে। বেলায়েতে ফাকীহ ইসলামী শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলী মুহাম্মাদী আরও বলেন: ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা লাভের পর জনগণের মধ্যে ওয়াকফসহ ধর্মীয় বিধানাবলীর প্রতি সাধারণ মানুষের মনোযোগ বৃদ্ধি পেয়েছে। এখন ওয়াকফের গুরুত্ব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতার কারণে ওয়াকফের মাত্রা ও পরিসরও বৃদ্ধি পেয়েছে।