অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, February 7, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
25766 |
ইরানি জনতাই ট্রাম্পের আস্ফালনের সমুচিত জবাব দিবে: সর্বোচ্চ নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, আগামী শুক্রবার ১১ই ফেব্রুয়ারী ইরানের ইসলামী বিপ্লবের ৩৯তম বিজয় বার্ষিকীর র্যালীতে সর্বস্থরের জনগণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকল আস্ফালন এবং হুমকির সমুচিত জবাব দিবে।
|
ইরানি জনতাই ট্রাম্পের আস্ফালনের সমুচিত জবাব দিবে: সর্বোচ্চ নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, আগামী শুক্রবার ১১ই ফেব্রুয়ারী ইরানের ইসলামী বিপ্লবের ৩৯তম বিজয় বার্ষিকীর র্যালীতে সর্বস্থরের জনগণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকল আস্ফালন এবং হুমকির সমুচিত জবাব দিবে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ ৭ই ফেব্রুয়ারী ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের এক সমাবেশে বলেন: ১৯৭৯ সনে ইরানের বুকে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা লাভের পর থেকে আমেরিকা ইরানি জাতিকে দমন করে রাখার চক্রান্তে লিপ্ত রয়েছে। সাম্রাজ্যবাদি অপশক্তির সাথে ইসলামী বিপ্লবের আদর্শগত বিরোধ রয়েছে। যতদিন তারা ইরানি জাতির বিরুদ্ধে শত্রুতা অব্যাহত রাখবে এবং সাম্রাজ্যবাদি নীতি চাপিয়ে দিবার মানসিকতা পরিহার না করবে, ততদিন এ বিরোধের অবসান ঘটবে না।
তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প বলছেন আমাকে ভয় কর। কিন্তু না, ইরানের জনগণ তার এ বক্তব্যের জবাব দেবে ২২ বাহমান তথা ১১ই ফেব্রুয়ারী বিপ্লব বার্ষিকীর দিন এবং হুমকির জবাবে ইরানের জনগণ কী ধরনের অবস্থান গ্রহণ করে তা সেদিন দেখিয়ে দেবে।” ফারসি ২২ বাহমান হচ্ছে ইরানের ইসলামি বিপ্লবের বার্ষিকী; ১৯৭৯ সালের এ দিনে ইরানের বিপ্লব চূড়ান্তভাবে সফল হয়। এ দিন উপলক্ষে ইরানের জনগণ সারাদেশে বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করে।
সর্বোচ্চ নেতা বলেন: ট্রাম্প বলেছেন ইরানের জনগণের উচিত সাবেক প্রেসিডেন্ট ওবামার প্রতি কৃতজ্ঞ হওয়া। কিন্তু কেন? আমাদের কী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি কৃতজ্ঞ হতে হবে? আমরা কী ইরাক ও সিরিয়ার সহিংসতার আগুনের প্রতি কৃতজ্ঞ হব? ২০০৯ সালে ইরানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েছিলেন ওবামা আমরা কী তার প্রতি অন্ধ সমর্থন দেব?