অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, February 14, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
25839 |
কোরআন ও রাসূলের (আ.) আদেশ পালনের মাধ্যমে ইসলামী ঐক্য গড়ে তোলা সম্ভব
মায়ারেফ বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ আলেম ও মুসলিম মাযহাবসমূহের মাঝে ঐক্য প্রতিষ্ঠাকারি বিশ্ব সংস্থার প্রধান হযরত আয়াতুল্লাহ আরাকি বলেছেন যে, মুসলিম উম্মাহ পবিত্র কোরআনের আদেশাবলী ও রাসূলের (সা.) সুন্নত মেনে চলার মাধ্যমে ইসলামী ঐক্য গড়ে তুলতে পারে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: মুসলিম মাযহাবসমূহের মাঝে ঐক্য প্রতিষ্ঠাকারি বিশ্ব সংস্থার প্রধান হযরত আয়াতুল্লাহ আরাকি গতকাল ভারতের বিখ্যাত ধর্মীয় মাদ্রাসা নাজেমিয়্যেহ পরিদর্শনের পর সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: আশুরার মর্মান্তিক ঘটনায় ইমাম হুসাইনের (আ.) শাহাদতের পর ইমামতের গুরু দায়িত্বে অধিষ্ঠিত হন; তারই সন্তান হযরত ইমাম জয়নুল আবেদিন (আ.)। তিনি যখন ইমামতের দায়িত্ব গ্রহণ করেন, তখন ইয়াজিদ ও তার দোস বনি উমাইয়াদের চক্রান্তের কারণে মুসলিম উম্মাহ নানাবিধ সমস্যায় জর্জরিত ছিল। কিন্তু ইমাম (আ.) অত্যন্ত বিচক্ষণতা ও দূরদর্শিতার সাথে সমস্ত চক্রান্তকে নস্যাত করে সমাজের মানুষকে দোয়া ও আধ্যাত্মিকতার মাধ্যমে সত্য ও ন্যায়ের পথে দিকনির্দেশনা দান করেন।
তিনি বলেন: বর্তমান মুসলিম উম্মাহ বিভেদ ও অনৈক্যের কারণে অমুসলিমদের মোকাবেলায় ক্রমশ দূর্বল হয়ে পড়ছে। যতদিন মুসলিম উম্মাহ নিজেদের মধ্যে শক্তিশালী ঐক্য গড়ে তুলতে সক্ষম না হবে, ততদিন মুসলমানরা পৃথিবীতে অবহেলিত জাতি হিসেবে গণ্য হবে। আর এ ঐক্য গড়ে তুলতে হলে অবস্যই পবিত্র কোরআনের আদেশাবলী ও রাসূলের (সা.) সুন্নত যথাযথভাবে মেনে চলতে হবে।
610060