অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Thursday, February 23, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
25916 |
পাপের দ্রুতগামী আনন্দ পরকালের মহা লোকসান ঘটায়
চিন্তা ও দর্শন বিভাগ: আয়াতুল্লাহ জাভিদান বলেন, পবিত্র কোরআনে শিক্ষা অনুযায়ী দুনিয়ার পাপের দ্রুতগামী আনন্দ পরকালের মহান লোকসান ঘটায়।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: তিনি বলেন, সূরা ইয়াসিনে বলা হয়েছে, যারা আল্লাহকে ওলি বা অভিভাবক হিসাবে মানে তারা গোনাহ করে না এবং আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে হেদায়াত করেন। আর যারা শয়তানকে ওলি হিসাবে গ্রহণ করে তারা গোনাহ করে এবং শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকার তথা ধ্বংসের পথে নিয়ে যায়।
আয়াতুল্লাহ জাভিদান বলেন,যারা শয়তানের ধোকায় পড়ে গোনাহ করতে অভ্যস্ত হয়ে গেছে তারা প্রথম দিকে গোনাহের মধ্যে মজা পেলেও পরে আর মজা পায় না কিন্তু অভ্যাসের কারণে গোনাহ করতেই থাকে।
তিনি বলেন: আল্লাহ মু’মিনদেরকে শয়তানের ধোকা থেকে বাচার জন্য সাহায্য করে, আর মানুষ যত বেশী আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করবে ততবেশী শয়তানের ধোকা থেকে দূরে সরে থাকবে।
আয়াতুল্লাহ জাভিদান বলেন: মানুষ তাদের স্বইচ্ছায় গোনাহ করে কিন্তু তারা যদি একটু ইমানকে শক্ত করে তাহলেই তারা এই অপরাধ থেকে বাচতে পারে।
তিনি বলেন: যাদের ঈমান দূর্বল তারা শয়তানের ধোকায় পড়ে গোনাহ করে আর এভাবে জাহান্নামের পথকে সুগম করে। কিন্তু মানুস যদি একটু ঈমানকে শক্ত করে এবং আল্লাহর আনুগত্য করে তাহলেই মুক্তি পেতে পারে।
612256