অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Wednesday, March 22, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
26104 |
আহলে বাইতের(আ.) আতিথি পরায়ণতার পদ্ধতি
চিন্তা ও দর্শন বিভাগ: মেহমানকে শুধু পর্যাপ্ত আপ্যায়ন করানোর নাম অতিথি পরায়ণতা নয়, বরং সাধ্য অনুযায়ী মেহমানকে আপ্যায়নতো রয়েছে, সেই সাথে প্রফুল্লচিত্তে এবং বিকশিত মনে মেহমানকে গ্রহণ করা ও তার সাথে সম্মানজনক আচরণ করাই হল সত্যিকার অতিথি পরায়ণতা।
|
আহলে বাইতের(আ.) আতিথি পরায়ণতার পদ্ধতি
চিন্তা ও দর্শন বিভাগ: মেহমানকে শুধু পর্যাপ্ত আপ্যায়ন করানোর নাম অতিথি পরায়ণতা নয়, বরং সাধ্য অনুযায়ী মেহমানকে আপ্যায়নতো রয়েছে, সেই সাথে প্রফুল্লচিত্তে এবং বিকশিত মনে মেহমানকে গ্রহণ করা ও তার সাথে সম্মানজনক আচরণ করাই হল সত্যিকার অতিথি পরায়ণতা।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, মেহমানকে সম্মান কর এমনকি যদি সে অতি হীনও হয়ে থাকে।
মহানবী(সা.) বলেছেন, হে আলী! মেহমানকে সম্মান কর যদি সে কাফরেও হয়ে থাকে। তিনি আরও বলেছেন: যদি কোন লোক কোন শহরে প্রবেশ করে সে তার গোত্রের লোকদের মেহমান যতদিন না সেখান থেকে চলে যায়।
ইমাম সাদিক(আ.) বলেছেন: যখন মেহমান আসবে তাকে প্রশ্ন করবে না যে তুমি কি খেয়েছ? বরং যা আছে তাই দিয়ে তাকে ভালভাবে আপ্যায়ণ করবে।
মহানবী(সা.) বলেছেন: মেহমান থাকা অবস্থায় মেজবান যেন মোস্তাহাব রোজা না রাখে, কেননা মেজবান রোজা থাকলে মেহমান লজ্জায় খেতে পারবে না।
রাসূল(সা.) ও তার পবিত্র আহলে বাইত খুব বেশী দানশীল এবং অতিথি পরায়ণ ছিলেন এবং তারা মেহমানকে নিজেদের চেয়ে বেশী প্রাধান্য দিতেন।
আর তাদের অতিথী পরায়ণতার কারণেই সূরা ইনসান অবতীর্ণ হয়েছে।
614413