অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, April 17, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
26277 |
মুসলিম উম্মাহর মাঝে ঐক্য বজায় রাখা অপরিহার্য দায়িত্ব
মায়ারেফ বিভাগ: বর্তমান মুসলিম জাহানের অন্যতম শীর্ষ মনীষী হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বলেছেন যে, বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে মুসলিম উম্মাহর মাঝে ঐক্য বজায় রাখা প্রত্যেকের অপরিহার্য দায়িত্ব। কেননা ইসলামের শত্রুরা এখন ইসলাম ও মুসলমানদের দূর্বল করতে নানাবিধ চক্রান্তে লিপ্ত।
|
মুসলিম উম্মাহর মাঝে ঐক্য বজায় রাখা অপরিহার্য দায়িত্ব
মায়ারেফ বিভাগ: বর্তমান মুসলিম জাহানের অন্যতম শীর্ষ মনীষী হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বলেছেন যে, বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে মুসলিম উম্মাহর মাঝে ঐক্য বজায় রাখা প্রত্যেকের অপরিহার্য দায়িত্ব। কেননা ইসলামের শত্রুরা এখন ইসলাম ও মুসলমানদের দূর্বল করতে নানাবিধ চক্রান্তে লিপ্ত।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সংহতি বজার রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করে আজ সোমবার ১৭ই এপ্রিল এক বিবৃতিতে উল্লেখ করেছেন-
বর্তমান মুসলিম জাহানের স্পর্শকাতর পরিস্থিতিতে নিজেদের মধ্যে শক্তিশালী ঐক্য ও সংহতি বজায় রাখার কোন বিকল্প নেই। আজ মুসলিম উম্মাহ দু’ধরনের শত্রু তথা অভ্যন্তরীণ ও বাহ্যিক শত্রুর আক্রান্তের শিকার। কাফির ও মুশরিকরা হচ্ছে মুসলিম উম্মাহর বাহ্যিক শত্রু আর ওহাবি ও তাকফিরি গোষ্ঠিগুলো হচ্ছে মুসলমানদের অভ্যন্তরিন শত্রু।
কাফির ও মুশরিকরা প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত; তারা মুসলিম মাযহাবসমূহের মাঝে বিভেদ বিস্তারের মাধ্যমে মুসলমদেরকে বহু দলে বিভক্ত করে দূর্বল করতে চায়। আর ওহাবি ও তাকফিরি গোষ্ঠিগুলো নিজেদের ভ্রান্ত আকিদা এবং উগ্র চিন্তাধারার মাধ্যমে ইসলাম ও মুসলমানদের বদনাম ছড়াচ্ছে। তাই প্রত্যেক ঈমানদার ও খোদামূখী মুসলমানের উচিত উভয় শত্রুদের চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি নিজেদের মধ্যে শক্তিশালী ঐক্য বজায় রাখা।