অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, May 1, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
26393 |
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি বলেন, ইমাম মাহদী(আ.) কোরআনের সকল বিধানকে বাস্তবায়ন করবেন। আর এজন্য তার অনেক যোগ্য ও উপযুক্ত সাথীর দরকার হবে। সুতরাং ইমাম মাহদীর যোগ্য অনুসারী হতে হলে অবস্যই সব দিক থেকে প্রস্তুত থাক হবে।
ইমাম মাহদী(আ.) মহানবী(সা.) ও ইমাম আলীর আদর্শ অনুযায়ী কাজ করবেন এবং তার রাষ্ট্রে তাদের সকল আদর্শ বাস্তাবায়ণ হবে।
ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন, কেউ যদি ইমাম মাহদীর সাহায্যকারী হতে চায় তাহলে তাকে ইমাম মাহদীর প্রতীক্ষাকারী হতে হবে। আর ইমামের প্রতীক্ষাকারী হতে হলে পরহেজগার ও নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। আর এরূপ মুত্তাকী ও পরহেজগার ব্যক্তি যদি ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে মারা যায় তাহলে সে ঐ ব্যক্তির সমান সওয়াব পাবে যে ইমামকে দেখতে পাবে এবং তাকে সাহায্য করবে।
ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের যুগ তৌহিদ বা একত্ববাদের কর্তৃত্বের যুগ। ওই যুগ হবে মানুষের জীবনের সব ক্ষেত্রে আধ্যাত্মিকতা ও ধর্মের প্রকৃত কর্তৃত্বের যুগ এবং প্রকৃত ও পরিপূর্ণ অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠার যুগ।
ইমাম মাহদীর (আ.) জন্য প্রতীক্ষা দায়িত্বশীলতার সাথে সম্পর্কিত। সুতরাং যারা ইমাম মাহদীর (আ.) জন্য প্রতীক্ষা করছেন তাদেরকে অবশ্যই প্রস্তুত ও সদা-সতর্ক থাকতে হবে। তাদের এটা মনে রাখতে হবে যে বড় ধরনের এক ঘটনা ঘটবে এবং সব সময় অপেক্ষমান ও সতর্ক থাকতে হবে। এটা বলা যাবে না যে ইমাম মাহদীর (আ.) আবির্ভাব ঘটতে এখনও বহু বছর বাকি, একইসাথে এটাও বলা যাবে না যে, খুব নিকট ভবিষ্যতেই তাঁর আবির্ভাব ঘটবে। তবে সব সময়ই অপেক্ষমান ও সতর্ক থাকতে হবে। যারা তাঁর আবির্ভাবের জন্য প্রহর গুণছেন তাদেরকে সব দিক থেকে এমন যোগ্যতা অর্জন করতে হবে যা ওই বিশেষ যুগের জন্য জরুরি।
হযরত ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের যুগে মানুষ ন্যায়বিচার, সত্য, একত্ববাদ, আন্তরিকতা ও আল্লাহর আনুগত্যের জন্য অধীর হবে। তাই আমরা যারা তাঁর জন্য অপেক্ষা করছি তাদেরকে অবশ্যই এসব বিষয়ে জ্ঞান ও যোগ্যতা অর্জন করতে হবে। অন্য কথায় সত্য মেনে নেয়া ও ন্যায়বিচারের জন্য প্রস্তুত হতে হবে।
621575