অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Wednesday, May 10, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
26471 |
ইরান সন্ত্রাসীদের ঘাটি গুড়িয়ে দেবে: কমান্ডার
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরতাস্তন বলেছেন যে, পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের চক্রগুলো ধ্বংস করে দেয়ার অধিকার তার দেশের রয়েছে।
|
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরতাস্তন বলেছেন যে, পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের চক্রগুলো ধ্বংস করে দেয়ার অধিকার তার দেশের রয়েছে।
আজ (মঙ্গলবার) জেনারেল পুরতাস্তন বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী এ ধরনের হামলার নিন্দা জানাচ্ছে। পাকিস্তানি সরকার হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ইরানি সামরিক বাহিনীর আইনগত অধিকার রয়েছে যে, প্রয়োজনে তারা দেশটির গভীর ভূখণ্ডে গিয়ে সন্ত্রাসীদের চক্রগুলোকে ধ্বংস করে দিয়ে আসবে। তিনি বলেন, ইরানের নিরাপত্তাকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় সব কিছুই করবে তার দেশের সামরিক বাহিনী।
গত ২৬ এপ্রিল ইরানের পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের মিরজাভে শহরের কাছে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ১০ ইরানি সীমান্তরক্ষী নিহত ও অপর দুইজন আহত হন। পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জেইশুল আদল এ হামলার দায়িত্ব স্বীকার করে। জঙ্গিরা ইরানি সীমান্তরক্ষীদের ওপর হামলার পরপরই পাকিস্তানে পালিয়ে যায়।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলি দু’দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলী খানের সঙ্গে এক টেলিফোনালাপে এ সম্পর্কে তিনি আরো বলেন, পাকিস্তানকে সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিহত করতে হবে। তিনি পাক স্বরাষ্ট্রমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, নিরাপত্তা, অর্থনৈতিক ও সীমান্ত ইস্যুগুলো নিয়ে যথাশীঘ্র সম্ভব দ্বিপক্ষীয় আলোচনা হওয়া প্রয়োজন।