অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Wednesday, May 31, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
26647 |
সমস্যা সমাধানের জন্য ইমাম মাহদীর প্রতি তাওয়াসসুলের প্রভাব
মাহদাভিয়াত বিভাগ: ইমাম মাহদী(আ.) বলেছেন, «إِنَّا غَيْرُ مُهمِلِينَ لِمُرَاعَاتِكُم؛ আমরা সর্বদা তোমাদের প্রতি খেয়াল রাখি। তিনি আরও বলেছেন: আমরা যদি শিয়াদের প্রতি খেয়াল না রাখতাম তাহলে শত্রুরা তাদেরকে ধ্বংস করে দিত।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম নাসের রাফিয়ি বলেন, আমাদের বেশিরভাগ সমস্যা ইমাম মাহদীর যিয়ারত, যিয়ারাতে আলে ইয়াসিন এবং দুই রাকাত নামাজ পড়ার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব।
ইমাম মাহদী বলেছেন: আমরা তোমাদের সমস্যা সমাধানের ব্যাপারে কোন গাফিলতি করি না। তিনি আরও বলেন: «وَ لَا نَاسِينَ لِذِكْرِكُم؛ তোমাদেরকে কখনোই ভুলি না।
নাসের রাফিয়ি বলেন: যদি আমাদের প্রতি ইমাম মাহদীর সুদৃষ্টি না থাকত তাহলে আমরা আজ এত মর্যাদাবান ও শক্তিধর হতাম না। লেবাননের হিজবুল্লাহ শত্রুদের বিরু্ধে লড়ছে ইমাম মাহদী তাদেরকে সাহায্য করছেন। ইরানের ইসলামী বিপ্লবও ইমাম মাহদীর সুনজরের কারনেই বিজয় হয়েছে।
তিনি বলেন: ইমাম আলী বলেছেন, ইমাম মাহদী আমাদের মাঝেই বসবাস করেন এবং হাটে বাজারেও যাতায়াত করেন। তিনি সোমবার, বৃহস্পতিবার, ১৫ই শাবান এবং প্রতি মাসের শেষে আমাদের আমলনামা দেখেন।
তিনি বলেন: শিয়াদের জন্য, হাওজা ইলমিয়ার জন্য এবং মাদ্রাসার ছাত্রদের জন্য কোন সমস্যা হলেই তিনি জামকারন মসিজদে গিয়ে নামাজ পড়তেন এবং ফিরে এসে দেখতেন সব ঠিক হয়ে গেছে। অনেক বেশী তুষারপাত হওয়ার পরও তিনি সকলের বাধা অতিক্রম করে জামকারান মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন।
আমরা যে ইমাম মাহদীর স্মরণে ১৫ই শাবান উতসব পালন করি এবং ইবাদত বন্দেগি করি তিনি তা দেখেন এবং সব কিছু নিয়ন্ত্রণ করেন।
632325