অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, June 6, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
26687 |
মার্কিন ইন্ধনই আরব দেশগুলোর দ্বন্দ্বের মূল কারণ: ইরান
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, আরব দেশগুলোর দ্বন্দ্বের মূলে রয়েছে মার্কিন হস্তক্ষেপ। তেহরান সবসময় আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
|
মার্কিন ইন্ধনই আরব দেশগুলোর দ্বন্দ্বের মূল কারণ: ইরান
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, আরব দেশগুলোর দ্বন্দ্বের মূলে রয়েছে মার্কিন হস্তক্ষেপ। তেহরান সবসময় আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
বোরুজেরদি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম সফরের ফল হিসেবে আরব দেশগুলোর মধ্যে চলমান এই বিভেদ দেখা দিয়েছে। তিনি বলেন, মার্কিন বা বিদেশী হস্তক্ষেপের বিপরীতে ইরান সবসময় বলে আসছে যে, এ অঞ্চলের দেশগুলোর যেকোনো সমস্যা আঞ্চলিকভাবেই সমাধান করতে হবে; কারো হস্তক্ষেপের মধ্যদিয়ে নয়।
ইরানের এ সিনিয়র সংসদ সদস্য বলেন, আমেরিকা হচ্ছে মুসলমানদের পরিচিত শত্রু; সে কখনো আঞ্চলিক সমস্যা সমাধান করতে দেবে না।
কাতারের সঙ্গে সোমবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর সম্পর্ক ছিন্ন করার পর বোরুজেরদি এসব কথা বললেন। প্রথমে চারটি আরব দেশ কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেও পরে এতে যোগ দিয়েছে লিবিয়া ও মালদ্বীপ।