অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, July 11, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
26855 |
ইমাম মাহদীর (আ.) সরকারের বিস্তীর্ণতা
মাহদাভিয়্যাত বিভাগ: ইমাম মাহদী (আ.) আল্লাহর নির্দেশে আবির্ভূত হওয়ার পর পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এমন এক সরকার গঠন করবেন; যে সরকারের ব্যাপকতা ও বিস্তীর্ণতা হবে অনেক বেশি ও অধিক।
|
ইমাম মাহদীর (আ.) সরকারের বিস্তীর্ণতা
মাহদাভিয়্যাত বিভাগ: ইমাম মাহদী (আ.) আল্লাহর নির্দেশে আবির্ভূত হওয়ার পর পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এমন এক সরকার গঠন করবেন; যে সরকারের ব্যাপকতা ও বিস্তীর্ণতা হবে অনেক বেশি ও অধিক।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইমাম মাহদী (আ.) আল্লাহর পক্ষে থেকে মনোনীত সর্বশেষ হজ্জাত ও প্রতিনিধি। তিনি রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের (আ.) সর্বশেষ মাসুম ইমাম। তিনি বর্তমানে আল্লাহর নির্দেশে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন এবং আবার আল্লাহর নির্দেশ জারি হলে আবির্ভূত হবেন।
ইমাম মাহদী (আ.) আবির্ভূত হওয়ার পর সমাজের মানুষের মাঝে ন্যায় ও ইনসাফ কায়েম এবং আল্লাহর বিধানাবলী বাস্তবায়নের উদ্দেশ্যে হুকুমত প্রতিষ্ঠা করবেন।
আল্লাহর নির্দেশে আবির্ভূত হওয়ার পর ইমাম মাহদী (আ.) সরকারের ব্যাপকতা ও বিস্তীর্ণতা কেমন হবে সে সম্পর্কে মানুষের আগ্রহ ও জল্পনা-কল্পনার কোন শেষ নেই। এ সম্পর্কে অনেক হাদীস ও রেওয়ায়েতও বর্ণিত হয়েছে।
রাসূল (সা.) থেকে বর্ণিত হয়েছে যে, মাহদী হল আমার সন্তানাদির অন্তর্ভূক্ত; তার মাধ্যমে আল্লাহ পৃথিবীর চতুর্দিকে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন।
সূত্র: বিহারুল আনওয়ার, খণ্ড ৫২, পৃ. ৩৭৮