অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, September 4, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
27241 |
যুবসমাজকে গাদীরের সাথে পরিচয় করাতে হবে
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্টের সংস্কৃতি বিষয়ক বিশেষ কমিটির প্রধান হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আজাদিখা বলেছেন যে, ঐতিহাসিক গাদীর ইসলামের অতীব গুরুত্বপূর্ণ বিষয় হওয়া সত্বেও আমরা গাদীরের সাথে সমাজের মানুষকে বিশেষত যুবকদের পরিচয় করানোর ক্ষেত্রে এখনও কার্যকর কোন পদক্ষেপ নিতে পারি নাই।
|
যুবসমাজকে গাদীরের সাথে পরিচয় করাতে হবে
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্টের সংস্কৃতি বিষয়ক বিশেষ কমিটির প্রধান হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আজাদিখা বলেছেন যে, ঐতিহাসিক গাদীর ইসলামের অতীব গুরুত্বপূর্ণ বিষয় হওয়া সত্বেও আমরা গাদীরের সাথে সমাজের মানুষকে বিশেষত যুবকদের পরিচয় করানোর ক্ষেত্রে এখনও কার্যকর কোন পদক্ষেপ নিতে পারি নাই।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইরানের পার্লামেন্টের সংস্কৃতি বিষয়ক বিশেষ কমিটির প্রধান হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আজাদিখা আজ সোমবার শাবিস্তান প্রতিবেদকের সাথে আসন্ন ঈদে গাদীর সম্পর্কে আলাপকালে বলেন: নিশ্চয়ই ঐতিহাসিক গাদীরের ঘটনা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তথা রাসূলের (সা.) পর মুসলিম জাহানের নেতৃত্ব ও দিকনির্দেশনার বিষয়টি সমগ্র মুসলিম উম্মাহর জন্য গৌরবের বিষয়। ঈদে গাদীরের দিন তথা ১৮ই জিলহজ্ব বিদায় হজ্বের শেষে রাসূল (সা.) আমিরুল মু’মিনিন আলীকে (আ.) তার পরবর্তী খলিফা ও স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা দেন। তাই এ দিনটি শুধুমাত্র শিয়া মুসলমানদের কাছেই নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যের দিন। কিন্তু এত অধিক গুরুত্ববহ হওয়া সত্বেও এ বিষয়টি আজ মুসলিম জাহানের একটি বড় অংশের নিকট অজানা রয়ে গেছে।
তিনি বলেন: আজকের যুবসমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যত ও কর্ণধর। কিন্তু আমরা আমাদের যুবসমাজকে গাদীরের ঘটনা সম্পর্কে অবহিত করতে কার্যকর কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছি। রাসূল (সা.) ঐতিহাসিক গাদীরের দিন যে খুতবা প্রদান করেছিলেন, সে খুতবার বিষয়বস্তুও তাদের জানা নেই। তাই আমাদের ঈমানি দায়িত্ব হচ্ছে গাদীরের মূল বাণীকে সমাজের সর্বস্থরের মানুষের নিকট পৌছে দেয়া।