অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Wednesday, October 25, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
27570 |
শত্রুরা মুসলমানদের মধ্যে বিভেদ ছড়ানোর চক্রান্তের লিপ্ত
মায়ারেফ বিভাগ: মুসলিম জাহানের খ্যাতনামা মনীষী হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী মুসলিম উম্মাহর মাঝে সুদৃঢ় ঐক্য বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেছেন যে, শত্রুরা মুসলমানদের মধ্যে বিভেদ ছড়ানোর চক্রান্তের লিপ্ত।
|
শত্রুরা মুসলমানদের মধ্যে বিভেদ ছড়ানোর চক্রান্তের লিপ্ত
মায়ারেফ বিভাগ: মুসলিম জাহানের খ্যাতনামা মনীষী হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী মুসলিম উম্মাহর মাঝে সুদৃঢ় ঐক্য বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেছেন যে, শত্রুরা মুসলমানদের মধ্যে বিভেদ ছড়ানোর চক্রান্তের লিপ্ত।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী আজ ২৫শে অক্টোবর বুধবার ইরানের ধর্মীয় নগরী কোমস্থ হযরত ফাতেমা মাসুমার (আ.) মাজার প্রাঙ্গনে শীর্ষ আলেমদের উচ্চতর ধর্মতত্বের ক্লাসে বক্তৃতাকালে বলেন: আল্লাহ তায়ালা এ পৃথিবীতে মানুষকে নানাবিধ নেয়ামত দান করেছেন, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জ্ঞান, বুদ্ধি, চিন্তাশক্তি, বয়স, জীবন প্রভৃতি। আর এগুলো ধীরে ধীরে মানুষের হাত ছাড়া হয়ে যাবে। তাই একজন বুদ্ধিমান মানুষের উচিত যত দিন এ সব নেয়ামত তার নিয়ন্ত্রণে রয়েছে, ততদিন সেগুলোর যথাযথ ব্যবহার করা। আর সেগুলোর মাধ্যমে এ দুনিয়া ও পরকালে কল্যাণ হাসিল করা। যাতে কখনও অনুশোচনার শিকার হতে না হয়।
তিনি বলেন: মানুষ দুনিয়ার ধন-সম্পদ আরোহনে পাগলের মত শুধু ছুটে বেড়ায়, কিন্তু যদি তার মধ্যে এমন বিশ্বাস গড়ে উঠত যে, এ পাহাড়সম ধন সম্পদ ছেড়ে তাকে চলে যেতে হবে এবং পরকালে সেগুলো কোন কাজে আসবে না, তাহলে সে কখনও এমন ভাবে ছুটে বেড়াত না।
তিনি মুসলিম উম্মাহর মাঝে সুদৃঢ় ঐক্য বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন: ইসলামের শত্রুরা মুসলমানদের মাঝে বিভেদ ছড়িয়ে দিয়ে মুসলিম জাতিকে দূর্বল ও অক্ষম করার চক্রান্তে লিপ্ত। তাই মুসলিম জাতির ঈমানি দায়িত্ব জচ্ছে শত্রুদের চক্রান্ত সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য ও সংহতি বজায় রাখা।