অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, November 13, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
27714 |
ইমাম মাহদীর অনুসারীরা সব কিছু আল্লাহর কাছে চায়
মাহদাভিয়াত বিভাগ: অমানুষের কাছে হাত পেত না যদি তোমার চাহিদা পূর্ণ হয় তাহলে সে তোমার উপর মিন্নাত দিবে(খোটা দিবে) আর যদি পূর্ণ না হয় তাহলে তুমি লজ্জিত ও অপমানিত হলে। সর্বদা আল্লাহর মুখাপেক্ষি হতে হবে এবং অমানুষদের কাছে কিছু চাওয়া যাবে না।
|
ইমাম মাহদীর অনুসারীরা সব কিছু আল্লাহর কাছে চায়
মাহদাভিয়াত বিভাগ: অমানুষের কাছে হাত পেত না যদি তোমার চাহিদা পূর্ণ হয় তাহলে সে তোমার উপর মিন্নাত দিবে(খোটা দিবে) আর যদি পূর্ণ না হয় তাহলে তুমি লজ্জিত ও অপমানিত হলে। সর্বদা আল্লাহর মুখাপেক্ষি হতে হবে এবং অমানুষদের কাছে কিছু চাওয়া যাবে না।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: আমিরুল মু’মিনিন হযতর আলীর বাণীসমূহ কিয়ামত পর্যন্ত মানুষের উপকারে আসবে এবং তাদেরকে সঠিক পথে হেদায়াত করবে। কেননা তিনি ছিলেন, মহানবীর জ্ঞানের দরজা ও হেদায়াতের নেতা।
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: فَوْتُ الْحَاجَهِ أَهْوَنُ مِنْ طَلَبِهَا إِلَى غَیْرِ أَهْلِهَا؛ অমানুষের কাছে কিছু চাওয়ার থেকে নিজের প্রয়োজন ও চাহিদাকে বাদ দেয়া উত্তম।
শিক্ষা হচ্ছে কখনোই কারও কাছে হাত পাতা যাবে না। শুধুমাত্র আল্লাহ এবং আহলে বাইতের কাছে চাইতে হবে। যদি পাওয়া যায় তাতে সম্মান আছে আর যদি না পাওয়া যায় তাতে কোন হেকমত রয়েছে।
কেননা যাদের মানবতা ন্ তাদের কাছে কিছু চেয়ে যদি পাওয়াও যায় তাতে পরে খোটা শুনতে হবে। আর যদি না পাওয়া যায় তাহলে তো লজ্জার শেষ থাকে না। তই সর্বদা সব কিছু শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে।
669234