অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Saturday, November 18, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
27740 |
অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকুন; ফ্রান্সের প্রতি ইরান
রাজনীতি বিভাগ: ইরানের অভ্যান্তরিন বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত এবং ক্ষেপণাস্ত্র ইস্যুতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবার বেলায়াতি।
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলায়াতি বলেন, ফ্রান্স যদি ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় তাহলে হস্তক্ষেপের নীতি থেকে দূরে থাকতে হবে। অন্যথায় ফ্রান্সের জাতীয় স্বার্থ ক্ষতির মুখে পড়বে।
গতকাল (শুক্রবার) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সুইডেনে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সমালোচনা করে ভিত্তিহীন দাবি তুলেছেন। তিনি তার ভাষায় বলেন, মধ্যপ্রাচ্যে ইরানকে আরও কম আগ্রাসী নীতি অনুসরণ করতে হবে।
এর জবাবে সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ইরান কেবল জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেয়।