অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Wednesday, November 29, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
27824 |
৯৩টি দেশের অংশগ্রহণে তেহরানে ইসলামি ঐক্য সম্মেলন
মায়ারেফ বিভাগ: ইরানের মুসলিম মাযহাবসমূহের মধ্যে ঐক্য আনয়নকারি বিশ্ব সংস্থার প্রধান হযরত আয়াতুল্লাহ আরাকি বলেছেন যে, রাসূলুল্লাহর (সা.) মহিমান্বিত জন্ম বার্ষিকীকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও ৯৩টি দেশের অংশগ্রহণে তেহরানে ইসলামি ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
|
৯৩টি দেশের অংশগ্রহণে তেহরানে ইসলামি ঐক্য সম্মেলন
মায়ারেফ বিভাগ: ইরানের মুসলিম মাযহাবসমূহের মধ্যে ঐক্য আনয়নকারি বিশ্ব সংস্থার প্রধান হযরত আয়াতুল্লাহ আরাকি বলেছেন যে, রাসূলুল্লাহর (সা.) মহিমান্বিত জন্ম বার্ষিকীকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও ৯৩টি দেশের অংশগ্রহণে তেহরানে ইসলামি ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: হযরত আয়াতুল্লাহ আরাকি আজ বুধবার ২৯ নভেম্বর ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরাক ও সিরিয়াতে ওহাবি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের পতনে মুসলিম জাহানের প্রতি মোবারকবাদ জ্ঞাপন করে বলেন: দায়েশ দীর্ঘ ৫ বছরের বেশি সময় ধরে ইরাক ও সিরিয়াতে যে নৃশংসতা ও বর্বরতা চালিয়েছে, তা সমগ্র মানবতাকে অবাক করেছে। তারা ইসলামের নাম ব্যবহার করে সম্পূর্ণ ইসলাম ও কোরআন বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল; যা সমগ্র মানবেতিহাসকে কলংক করেছে। তাই এমন এক হিংস্র ও ভয়ানক গোষ্ঠির হাত থেকে অত্র অঞ্চলের মানুষের মুক্তি লাভে আজ আমরা আনন্দিত এবং এ মুক্তির পেছনে যারা সাহসিকতা ও ত্যাগ স্বীকার করেছে; তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান নিবেদন করছি।
তিনি বলেন: ১৯৭৮ সালে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ের পর ইমাম খোমেনী ১২ থেকে ১৭ রবিউল আওয়ালকে বিশ্ব ইসলামি ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেন। এর পর থেকে মুসলিম জাহানে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রায় প্রতি বছর ইরানে ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে ইসলামি চিন্তাবিদ ও বুদ্ধিজীবিদের অংশগ্রহণে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছর ঈদে মিলাদুন্নবীকে সামনে রেখে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের বিশ্বের ৯৩টি দেশ থেকে ২০০ অথিতি উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখবেন ইরানের প্রেসিডেন্ট ডা: হাসান রুহানি।