অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, December 11, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
27918 |
আল্লাহর নেয়ামতসমূহের শুকরগুজার প্রত্যেক বান্দার উপর ফরজ
মায়ারেফ বিভাগ: মানুষ এ পৃথিবীতে আল্লাহর অপরিসীম দয়া ও মেহেরবানি ছাড়া এক মুহুর্তের জন্যও বেচে থাকতে পারবে। মানুষের প্রতিটি নিশ্বাসের মধ্যেই আল্লাহর নেয়ামত নিহিত রয়েছে। তাই আল্লাহর এ অপরিসীম নেয়ামত ও দয়ার কারণে শুকরগুজার করা প্রত্যেক বান্দার উপর ফরজ।
|
আল্লাহর নেয়ামতসমূহের শুকরগুজার প্রত্যেক বান্দার উপর ফরজ
মায়ারেফ বিভাগ: মানুষ এ পৃথিবীতে আল্লাহর অপরিসীম দয়া ও মেহেরবানি ছাড়া এক মুহুর্তের জন্যও বেচে থাকতে পারবে। মানুষের প্রতিটি নিশ্বাসের মধ্যেই আল্লাহর নেয়ামত নিহিত রয়েছে। তাই আল্লাহর এ অপরিসীম নেয়ামত ও দয়ার কারণে শুকরগুজার করা প্রত্যেক বান্দার উপর ফরজ।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: এ সৃষ্টিজগতের যাবতীয় নেয়ামত ও জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণাদি হচ্ছে একমাত্র মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত। তাই আল্লাহর নেয়ামত ও অনুগ্রহ ছাড়া এক মুহুর্তের জন্যেও মানুষের পক্ষে বেচে থাকা আদৌ সম্ভব নয়। কিন্তু দু:খজনক হলেও সত্য মানুষ আল্লাহর অগণিত নেয়ামতসমূহ ভোগ করা সত্বেও এ নেয়ামতের উপযুক্ত শুকরগুজার করে না। আর আল্লাহর নেয়ামতের শুকরগুজারের অর্থ হচ্ছে তার আদেশাবলী যথাযথভাবে মেনে চলা। অথচ অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি শুকরগুজার তো অনেক দূরের কথা বরং প্রতিনিয়ত আল্লাহর নাফরমানিতে লিপ্ত।
এ সম্পর্কে ইমাম জাফর সাদীক (আ.) থেকে একটি হাদীসে বর্ণিত হয়েছে, তোমাদের প্রতিটি নি:শ্বাসই হচ্ছে আল্লাহর নেয়ামত। তাই প্রতিটি নি:শ্বাসের পর আল্লাহর প্রতি শুকরজ্ঞাপন কর। আর আল্লাহর প্রতি শুকরজ্ঞাপনের তৌফিক অর্জনও আল্লাহর নেয়ামতের অন্তর্ভূক্ত। আল্লাহর প্রতি শুকরজ্ঞাপনের উপায় হচ্ছে আল্লাহর নেয়ামতসমূহকে তার নাফরমানিতে ব্যয় করবে না এবং তার আদেশ ও নিষেধকে সঠিকভাবে মেনে চলবে।
সূত্র: মিসবাহুশ শারিয়া গ্রন্থ