অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, December 18, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
27975 |
প্রতিরক্ষা ক্ষমতা ইরানের অভ্যন্তরিণ বিষয়
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান হযরত আয়াতুল্লাহ সাদেক লারিজানি বলেছেন যে, প্রতিরক্ষা ক্ষমতা ইরানের অভ্যন্তরিণ বিষয়; তাই এ বিষয় নিয়ে কোন বিদেশী শক্তির নাক গলানোর অধিকার নেই এবং ইরানি জাতি তা কখনও সহ্য করবে না।
|
প্রতিরক্ষা ক্ষমতা ইরানের অভ্যন্তরিণ বিষয়
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান হযরত আয়াতুল্লাহ সাদেক লারিজানি বলেছেন যে, প্রতিরক্ষা ক্ষমতা ইরানের অভ্যন্তরিণ বিষয়; তাই এ বিষয় নিয়ে কোন বিদেশী শক্তির নাক গলানোর অধিকার নেই এবং ইরানি জাতি তা কখনও সহ্য করবে না।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইরানের বিচার বিভাগের প্রধান হযরত আয়াতুল্লাহ সাদেক লারিজানি আজ সোমবার বিচার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের এক সভায় বক্তৃতাকালে বলেন: ইসলামে ন্যায়পরয়ণতা ও ন্যায় বিচারের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। ইসলামে মানবাধিকারের উপর যে তাগিদ ও গুরুত্ব দেয়া হয়েছে তা অন্য কোন ধর্ম ও মতাদর্শের উপর দেয়া হয় নি।
তিনি মানবাধিকার নিয়ে পশ্চিমাদের বেশি মাতামাতির কড়া সমালোচনা করে বলেন: পশ্চিমারা মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিশ্বের অন্যান্য জাতির উপর নিজেদের মতাদর্শ চাপিয়ে দিতে চায়। কিন্তু বাস্তবে তারা মানবাধিকারের প্রতি মোটেও শ্রদ্ধাশীল নয়। বিশেষ করে পশ্চিমারা ইসলাম ধর্মকে মানবাধিকার বিরোধী হিসেবে আখ্যায়িত করে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বিষয়।
তিনি ইরানের প্রতিরক্ষা ক্ষমতার উন্নয়নের উপর জোর গুরুত্বারোপ করে বলেন: প্রতিরক্ষা ক্ষমতা যে কোন দেশের নিজস্ব বিষয়। বিশেষ করে বর্তমানে বিশ্বে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বহু শত্রু রয়েছে; যা ইরানের বিরুদ্ধে নানাবিধ চক্রান্তে লিপ্ত। তাই প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ইরানের মৌলিক অধিকার এবং এ বিষয়ে কোন শক্তির সাথে মোটেও আপোষ করা হবে না।