অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Wednesday, December 27, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
28034 |
ইসলামি ইরানের প্রধান শত্রু হচ্ছে সাম্রাজ্যবাদি আমেরিকা: রাহবার
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামি বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ি বলেছেন, যেহেতু আমেরিকা হচ্ছে ইসলাম ও মানবতার প্রধান শত্রু তাই ইসলামি ইরানেরও প্রধান শত্রু হচ্ছে বিশ্বের সাম্রাজ্যবাদি অপশক্তি আমেরিকা।
|
ইসলামি ইরানের প্রধান শত্রু হচ্ছে সাম্রাজ্যবাদি আমেরিকা: রাহবার
রাজনীতি বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামি বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ি বলেছেন, যেহেতু আমেরিকা হচ্ছে ইসলাম ও মানবতার প্রধান শত্রু তাই ইসলামি ইরানেরও প্রধান শত্রু হচ্ছে বিশ্বের সাম্রাজ্যবাদি অপশক্তি আমেরিকা।
রাহবার হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ি আজ (বুধবার) রাজধানী তেহরানে ইসলামি প্রচার সমন্বয়কারী পরিষদের সদস্য ও কমকর্তারাদের সঙ্গে সাক্ষাতকালে বলেন: মার্কিন সরকার হচ্ছে বিশ্বের সবচেয় বড় জালিম ও দুর্নীতিবাজ। তারা এখনও দায়েশ এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে। একইভাবে মধ্যপ্রাচ্যের স্বৈরাচারী সরকারগুলোকেও সমর্থন দিচ্ছে আমেরিকা।
সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বিশ্বের সবচেয়ে দুর্নীতিবাজ ও জালিম সরকারগুলোর একটি হচ্ছে মার্কিন সরকার। আর এই সরকারই হচ্ছে ইরানের প্রধান শত্রু। সম্ভব হলেই তারা দায়েশ ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দিচ্ছে।
তিনি বলেন, ইয়েমেন ও ফিলিস্তিনে যারা অপরাধযজ্ঞ চালাচ্ছে তাদের প্রতি মার্কিন সরকার সমর্থন দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় তারা নিজ দেশের জনগণের ওপরও নির্যাতন চালাচ্ছে। মার্কিন পুলিশ কৃষ্ণাঙ্গ নারী, শিশু ও তরুণদেরকে হত্যা করছে। কিন্তু আদালত হত্যাকারীদেরকে নির্দোষ ঘোষণা করছে। এই হলো তাদের বিচার ব্যবস্থা। কিন্তু তারাই অন্যান্য দেশের বিচার ব্যবস্থার সমালোচনা করছে। তারাই আমাদের ধর্মীয় বিচার ব্যবস্থা নিয়ে কথা বলছে।
তিনি শত্রুদের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।