অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Sunday, December 31, 2017 |
|
নির্বাচিত সংবাদ : |
28054 |
ইমাম মাহদীকে (আ.) ডাকার আদব কি?
মাহদাভিয়্যাত বিভাগ: ইমাম মাহদী (আ.) ইমামতিধারার সর্বশেষ মাসুম ইমাম। যিনি আল্লাহর পক্ষ থেকে শেষ জামানায় আবির্ভূত হবেন এবং সারা বিশ্বে ন্যায় ও ইনসাফের হুকুমত প্রতিষ্ঠা করবেন।
|
ইমাম মাহদীকে (আ.) ডাকার আদব কি?
মাহদাভিয়্যাত বিভাগ: ইমাম মাহদী (আ.) ইমামতিধারার সর্বশেষ মাসুম ইমাম। যিনি আল্লাহর পক্ষ থেকে শেষ জামানায় আবির্ভূত হবেন এবং সারা বিশ্বে ন্যায় ও ইনসাফের হুকুমত প্রতিষ্ঠা করবেন।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইমামতিধারার একাদশতম ইমাম তথা ইমাম মাহদীর (আ.) পিতা হযরত ইমাম হাসান আসকারী (আ.) এক হাদীসে বর্ণনা করেছেন যে, শেষ জামানার ইমামকে তার অনুসারীরা এভাবে ডাকবে- হুজ্জাত আলে মুহাম্মাদ সাল্লাহু আলাইহি ওয়া আলেহি ওয়া সাল্লাম।
প্রখ্যাত হাদীস বর্ণনাকারী শেখ সাদুক (রহ.) ইমাম মাহদী (আ.) সম্পর্কে লিখিত কিতাব মিকইয়ালুল মাকারেম এ বর্ণনা করেছেন-
দশম ইমাম আলী নাকী (আ.) হতে বর্ণিত; উক্ত হাদীসে উল্লেখ করা হয়ে- আমার পরবর্তী ইমাম হবে আমার পুত্র হাসান। আর হাসানের পুত্র মাহদী হবে আল্লাহ মনোনীত সর্বশেষ ইমাম ও পথ প্রদর্শক। যার নাম হবে মুহাম্মাদ। যাকে লোকেরা দেখতে পাবে না কিন্তু সে সবাইকে দেখতে পাবে। আর যখন আল্লাহর আদেশ জারি হবে, তখন সে আবির্ভূত হবে।
অপর একটি হাদীসে বর্ণিত হয়েছে- কেউ ইমাম মাহদীকে তার নাম উচ্চারণ করে ডাকবে না; বরং সবাই তাকে তার উপাধি তথা ‘হুজ্জাত আলে মুহাম্মাদ’ উপাধিতে সম্মোধন করবে।
সূত্র: শেখ সাদুক প্রণীত কামালুদ্দীন গ্রন্থ, ২য় খন্ড, পৃ. ৩৮১