অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Sunday, January 7, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
28115 |
ইয়েমেনিরা নিজেদের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে: আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের অনুগত সেনাবাহিনী যেসব ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবে হামলা চালাচ্ছে তা ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি।
|
ইয়েমেনিরা নিজেদের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে: আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের অনুগত সেনাবাহিনী যেসব ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবে হামলা চালাচ্ছে তা ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি।
আনসারুল্লাহ যোদ্ধাদেরকে ইরান ক্ষেপণাস্ত্র দিচ্ছে বলে আমেরিকা ও তার মিত্রদের আনা অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। জেনারেল জাফারি বলেন, ইয়েমেনের সেনারা তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াতে সক্ষম হয়েছে। তিনি আরো আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান থকে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র পাঠানোর আদৌ কোনো সম্ভাবনা নেই।
জেনারেল জাফারি বলেন, আমেরিকা ও তার পুতুল মিত্ররা এ পর্যন্ত ইরানের বিরুদ্ধে বহু মিথ্যা প্রচারণা চালিয়েছে এবং তেহরানকে নানাভাবে অভিযুক্ত করার চেষ্টা করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, একটি দেশকে সবদিক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং যেখানে খাদ্য ও ওষুধ পাঠানোর কোনো সুযোগ নেই, সেই দেশকে কীভাবে ক্ষেপণাস্ত্র দেয়া সম্ভব?#