অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Saturday, January 13, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
28154 |
ইমাম মাহদীর প্রতীক্ষাকারীরা দুনিয়ার প্রতি কোন আকর্ষণ রাখে না
মাহদাভিয়াত বিভাগ: হুজ্জাতুল ইসলাম মান্দেগারি বলেন, ইমাম মাহদী রপ্রতীক্ষাকারীরা দুনিয়ার প্রতি মোহ রাখে না এবং জিহাদের জন্য প্রস্তুত থাকে। আর দুনিয়াকে আখিরাতের জন্য পাথেয় সঞ্চয় করার স্থান মনে করে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম মান্দেগারি বলেন, দুনিয়া প্রীতি মানুষের সাথে এমন কাজ করে যে এক পর্যায়ে তারা কোরআন ও মসজিদে পর্যন্ত আগুন লাগাতে প্রস্তুত থাকে।
তিনি বলেন, যারা দুনিয়া এবং আখিরাতকে এক সাথে দেখবে তারা দুনিয়ার মোহে পড়বে না। ইসলামও তাই বলে তোমরা দুনিয়ার জন্য প্রয়োজনীয় কাজ কর কিন্তু দুনিয়অর মধ্যে ঢকে পড় না। অর্থাত দুনিয়ার প্রেমে পড়ে আখিরাতকে ভূলে যেও না।
দুনিয়ার প্রতি আকর্ষনের একটি স্থান হচ্ছে পরিবারের প্রতি অঅকৃষ্ট হওয়া। যুদ্ধের সময়ও আমরা দেখেছি যে অনে কপরিাবরের টানে যুদ্ধে যেতে পারে নি।
হুজ্জাতুল ইসলাম মান্দেগারি বলেন: ইসলাম দুনিয়াকে পরিপূর্ণরূপে ত্যাগ করতে বলে নি। বরং বলেছেন: যাদের অনেক কিছু আছে তারা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যকে সাহায্য করে বাড়িঘর সমূহ কম মূল্যে গরিবদেরকে ভাড়া দেয়া এবং কল কারখানার টাকা দেয় অসহায়দের সাহায্য করা।
সুতরাং মোট কথা হচ্ছে সম্পূর্ণরূপে দুনিয়া ত্যাগ করাও ভাল না আবার পুরোপুরি দুনিয়ার প্রতি ঝুকে পড়াও ভাল না। বরং দুনিয়ার সাথে আখিরাতকে ধরে রাখাই হচ্ছে ইসলামের নির্দেশ।
681964