অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Monday, January 15, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
28171 |
যখন অন্যদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে পড়ে!
মাহদাভিয়াত বিভাগ: ইমাম জাফর সাদিক(আ.) একটি হাদিসে ইমাম মাহদীর(আ.) রাষ্ট্রের বৈশিষ্ট এবং সেই যুগে মু’মিনরা কিভাবে এক অপরকে সাহায্য করবেন সেই বিষয়ের প্রতি আলোকপাত করেছেন।
|
যখন অন্যদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে পড়ে!
মাহদাভিয়াত বিভাগ: ইমাম জাফর সাদিক(আ.) একটি হাদিসে ইমাম মাহদীর(আ.) রাষ্ট্রের বৈশিষ্ট এবং সেই যুগে মু’মিনরা কিভাবে এক অপরকে সাহায্য করবেন সেই বিষয়ের প্রতি আলোকপাত করেছেন।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইমাম মাহদী(আ.) সৃষ্টি জগতের সব থেকে দয়ালু এবং দানশীল নেতা। তিনি তার রাষ্ট্রকেও সব থেকে ন্যায়পরায়ণ ও মানবদরদি রাষ্ট্র হিসাবে গড়ে তুলবেন।
ইসহাক বলেন, ইমাম মাহদীর সময়ে মুসলমানদের সাাহয্য করার বিষয়ে প্রশ্ন করা হলে, ইমাম বলেন: যখন ইমাম মাহদী আবির্ভূত হবেন তখন মু’মিন ভাইদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে পড়বে। আর যরা অর্থনিতক ভাবে দূর্বল তাদেরকে সবল করা হবে।
পবিত্র কুরআন বলছে: «یَهدِی بِأَمْرِنا আমরা ইমাম নিযুক্ত করেছি যাতের তারা সবাইকে আল্লাহর দিকে হেদায়েত করেন। সুতরাং ইমাম আমাদের দ্বীন ও দুনিয়ার সকল হেদায়েতকেই পরিচালনা করবেন। তার মাধ্যমে আমরা যেমন দুনিয়ার সম্পদ লাভ করতে তেমনি লাভ করব আখিরাতের সকল সুখ শান্তি ও আল্লাহর সন্তুষ্টি।
দোয়া ইফতিতায় বর্ণিত হয়েছে: «وَبَلِّغْنا بِهِ مِنَ الدُّنْیا وَالاْخِرَهِ آمالَنا؛ ইমাম মাহদী(আ.) আমাদের দুনিয়া ও আখিরাতের যাবতীয় চাহিদা মেটাবেন।
682526