অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, January 23, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
28245 |
ইমাম মাহদীর (আ.) প্রতিক্ষাকারীদের বৈশিষ্ট
মাহদাভিয়াত বিভাগ: ইমাম মাহদীর(আ.) অন্তর্ধানের সময় প্রতিক্ষাকারীদের বড় বৈশিষ্ট হচ্ছে তারা ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের প্রেক্ষাপট রচনা করবে। কিন্তু প্রকৃত প্রতিক্ষাকারীদের বৈশিষ্ট কি এবং কিভাবে প্রেক্ষাপট রচনা করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছ্।
|
ইমাম মাহদীর (আ.) প্রতিক্ষাকারীদের বৈশিষ্ট
মাহদাভিয়াত বিভাগ: ইমাম মাহদীর(আ.) অন্তর্ধানের সময় প্রতিক্ষাকারীদের বড় বৈশিষ্ট হচ্ছে তারা ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের প্রেক্ষাপট রচনা করবে। কিন্তু প্রকৃত প্রতিক্ষাকারীদের বৈশিষ্ট কি এবং কিভাবে প্রেক্ষাপট রচনা করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছ্।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: এ সম্পর্কে শহীদ মোর্ত্তজা মোতাহারি বলেছেন: তারা সব ধরনের ফেতনা ফ্যাসাদের মোকাবেলা করার মাধ্যমে এই মর্যাদার অধিকারী হয়েছেন। অর্থাত সত্য পন্থিরা কম হলেও তারা সবাই খাটি ঈমানের অধিকারী হবে এবং তারা ইমাম মাহদীর (সা.) সাহায্যকারী হবেন।
সুতরাং কোন ধরনের প্রেক্ষাপট রচনা ছাড়াই এমনিতেই ইমাম মাহদীর(আ.) বিপ্লব সাধিত হবে না বরং শেষ জামানায় এমন কিছু দল গঠিত হবে যারা ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের প্রেক্ষাপট রচনা করতে পারবেন।