অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Tuesday, January 23, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
28248 |
ইমাম মাহদীর (আ.) সালামাতির জন্য দোয়া করার গুরুত্ব
মাহদাভিয়াত বিভাগ: ইমাম মাহদীকে(আ.) সাহায্য করার একটি পথ হচ্ছে মৌখিক সাহায্য। ইমাম মাহদীর(আ.) জন্য দোয়া করলে তিনিও আমাদের জন্য দোয়া করেন। আর ইমাম আমাদের জন্য দোয়া করলে সকল কল্যাণের দার খুলে যায় এবং সকল বালা-মুসিবতের দরজা বন্ধ হয়ে যায়।
|
ইমাম মাহদীর (আ.) সালামাতির জন্য দোয়া করার গুরুত্ব
মাহদাভিয়াত বিভাগ: ইমাম মাহদীকে(আ.) সাহায্য করার একটি পথ হচ্ছে মৌখিক সাহায্য। ইমাম মাহদীর(আ.) জন্য দোয়া করলে তিনিও আমাদের জন্য দোয়া করেন। আর ইমাম আমাদের জন্য দোয়া করলে সকল কল্যাণের দার খুলে যায় এবং সকল বালা-মুসিবতের দরজা বন্ধ হয়ে যায়।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইমাম মাহদীর প্রতি সবার দায়িত্ব রয়েছে, তার মধ্যে একটি দায়িত্ব হচ্ছে ইমাম মাহদীর সুস্তথার জন্য দোয়া করা এবং সদকা দান করা।
বিষয়টি এমন যে মহান আল্লাহ বলেছেন: তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে ষাড়া দেব। তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর আমি তোমাদেরকে আর্ বেশী নেয়ামত দান করব। যদিও মানুষ যদি এগুলো করে বা না করে তাতে খোদার কিছূ যায় আসে না, কিন্তু করলে তাতে মানুষের জন্যই কল্যাণ রয়েছে।
অনুরূপভাবে ইমাম মাহদীর জন্য দোয়া করলে বা না করলেও ইমামের কিছূ যায় আসে না। কিন্তু যারা করবে তারা এর থেকে সুফল লাভ করবে এবং ইমাম মাহদীর আবির্ভাব ত্বরান্বিত হবে।
681874