অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Wednesday, January 24, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
28254 |
দরুদ শরীফের মত উত্তম কোন জিকির নেই: গবেষক
মায়ারেফ বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি গবেষক ও চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাবিবুল্লাহ ফারাহজাদ বলেছেন যে, দরুদ শরীফ হচ্ছে রাসূল (সা.) ও পবিত্র আহলে বাইত প্রতি শান্তি ও সালাম প্রেরণের মাধ্যম। তাই রাসূলের (সা.) উম্মত হিসেবে তার প্রতি দরুদ শরীফ পাঠ করা আমাদের ঈমানের পরিচয়।
|
দরুদ শরীফের মত উত্তম কোন জিকির নেই: গবেষক
মায়ারেফ বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি গবেষক ও চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাবিবুল্লাহ ফারাহজাদ বলেছেন যে, দরুদ শরীফ হচ্ছে রাসূল (সা.) ও পবিত্র আহলে বাইত প্রতি শান্তি ও সালাম প্রেরণের মাধ্যম। তাই রাসূলের (সা.) উম্মত হিসেবে তার প্রতি দরুদ শরীফ পাঠ করা আমাদের ঈমানের পরিচয়।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইরানের বিশিষ্ট ইসলামি গবেষক ও চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাবিবুল্লাহ ফারাহজাদ গতকাল এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: দরুদ শরীফ পাঠের গুরুত্ব ও ফজিলত রাসূলের (সা.) একটি হাদীসের মাধ্যমে সুস্পষ্ট হয়ে যায়। এ হাদীসে তিনি বর্ণনা করেছেন- যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে, আমার উপর ফরজ হয়ে যায় তার জন্য আল্লাহর দরবারে শাফায়াত করা।
তিনি বলেন: দরুদ শরীফ সালামের চেয়েও বেশি ফজিলতপূর্ণ। সালামের জবাব দেয়া ফরজ। তেমনিভাবে যদি কেউ রাসূলের (সা.) দরুদ শরীফ পাঠ করে, তবে স্বাভাবিকভাবেই রাসূলের উপরও উক্ত দরুদের জবাব দান জরুরী হয়ে পড়ে। এ কারণে দরুদ শরীফ হচ্ছে সবচেয়ে উত্তম ও কার্যকর জিকির।
তিনি ৫ই জামাদিউল আওয়াল কারবালার বাগ্মী নারী হযরত জয়নাবের (আ.) মহিমান্বিত জন্ম বার্ষিকী উপলক্ষে সবাইকে মোবারকবাদ জানিয়ে বলেন: আশুরার মর্মান্তিক ঘটনার পর এবং ইমাম হুসাইনের (আ.) শাহাদতের পর এ মহীয়সী নারীর বীরত্বব্যঞ্জক ভূমিকার কারণে ইয়াজিদের চক্রান্ত ব্যর্থ হয়ে যায়।