অনুসন্ধান صفحه اصلی خبر |
|
মতামতজরিপ : |
Saturday, January 27, 2018 |
|
নির্বাচিত সংবাদ : |
28273 |
ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের পূর্বে সবাই জুলুমের শিকার হবে
মাহদাভিয়াত বিভাগ: ইমামগণ(আ.) বলেছেন, পরীক্ষার কারণে অনেক মুসলমানরাই ইমাম মাহদীর প্রতি বিশ্বাস হারাবে। আল্লাহ যেন ইমাম মাহদীর আবির্ভাবের সময় পর্যন্ত তার প্রতি আমাদের বিশ্বাস অটল রাখেন। কেননা ইমামের আবির্ভাবের সময় নিকটে হলেও আমারেদ ঈমান যদি সঠিক না থাকে তখন আমাদের কোন লাভ হবে না।
|
ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের পূর্বে সবাই জুলুমের শিকার হবে
মাহদাভিয়াত বিভাগ: ইমামগণ(আ.) বলেছেন, পরীক্ষার কারণে অনেক মুসলমানরাই ইমাম মাহদীর প্রতি বিশ্বাস হারাবে। আল্লাহ যেন ইমাম মাহদীর আবির্ভাবের সময় পর্যন্ত তার প্রতি আমাদের বিশ্বাস অটল রাখেন। কেননা ইমামের আবির্ভাবের সময় নিকটে হলেও আমারেদ ঈমান যদি সঠিক না থাকে তখন আমাদের কোন লাভ হবে না।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ইমাম মাহদীর আবির্ভারেব পূর্বে গোটা বিশ্বে জুলুম ও অন্যায় ভরে যাবে। কিন্তু ইমাম মাহদীর আবির্ভাবের পর আর কোন খুন খারাবি হবে না। কেননা ইমাম মাহদী(আ.) শান্তি প্রতিষ্ঠা করবেন এবং সকলেই তার আনুগত্য করবে।
ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে সারা বিশ্বের মানুষ «مُلِئَتْ ظُلْما وَ جَوْراً؛ অন্যায় অত্যাচারের প্রভাব বুঝতে পারবে। তারা সবাই তখন মনেপ্রাণে বলতে থাকবে হে আল্লাহ! আমাদেরকে এই জুলুম থেকে নাজাত দান করুন।
আয়াতুল্লাহ বাহজাত(রহ.) বলেন: ইমাম মাহদীর আবির্ভাবের আগ পর্যন্ত আকিদা বিশ্বাসে অটল থাকতে হবে এবং কোন সমস্যাই যেন আমাদেরকে এই ঈমান থেকে টলাতে না পারে। আর এ জন্যই ইমাম মাহদীর আবির্ভাবের চেয়ে তার আবির্ভাবের আগ পর্যন্ত তার প্রতি বিশ্বাসে অটল থাকা একান্ত জরুরী।
হাদিসে বর্নিত হয়েছে: لاِنهُ یقُوُم بَعْدَ... ارْتِدادِ أَکثَرِ الْقائِلِینَ بِإِمامَتِ ইমাম মাহদী(আ.) তখন কিয়াম করবেন যখন বহু মানুষ বা অধিকাংশ মানুষ তার ইমামতের প্রতি বিশ্বাস হারাবে।